প্রতিদিনের মতো দুয়ারে আজও অপেক্ষারত বিদিশার বাবা! মেয়ে যে ‘না ফেরার দেশে’ মানছেন না তিনি

মন্টি শীল, কলকাতা : বেশ কিছু দিন যাবত টলিউড এক গভীর বিষন্নতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। আর তার অন্যতম কারণ হল টলিউডে একের পর এক তরুণ অভিনেত্রীর অকাল প্রয়ান। একে একে না ফেরার দেশে প্রস্থান করেছেন তরুণ অভিনেত্রী পল্লবী দে (Pallavi dey) এবং মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদার (Bidisha de majumdar)। সম্প্রতি দুদিন আগে নাগেরবাজারের এক আবাসন থেকে উদ্ধার করা হয়েছিল এই টলি অভিনেত্রী নিথর দেহ। জানা গিয়েছে, প্রয়াণ কালে অভিনেত্রীর বয়স ছিল মাত্র ২১ বছর।

নাগেরবাজারের যে আবাসন থেকে এই অভিনেত্রীর নিথর দেহ উদ্ধার করা হয়েছিল, সেখানে বিদিশা-র সঙ্গে থাকতেন তার নিকট বন্ধু ও সহপাঠী দিশানী। তিনিই এই ঘটনা চাক্ষুষ করার পর পুলিশ এবং পরিবারের সদস্যদের খবর দেন। জানা গিয়েছে, টলিউডের এই তরুণ মডেল অভিনেত্রী বেশ কিছু দিন যাবত মানসিক অবসাদের শিকার হয়েছিলেন। তার মধ্যে বিদিশা-র এই পরিণতিতে অনুঘটকের কাজ করেছে তার নিকট বন্ধু অভিনেত্রী পল্লবী দে (Pallavi dey)-র রহস্য মৃত্যু। তবে ইতিমধ্যেই পুলিশ এই মৃত্যুর তদন্ত শুরু করে দিয়েছে।

27c23

আরও পড়ুন ….যাদবপুরে শিরোনামহীন! প্রথমবার ভারতে কনসার্ট করার সুযোগ এই বাংলাদেশী ব্যান্ড-এর
আরও পড়ুন ….“আমি বিদিশার মতো করব”, বিদিশাকে ভালোবেসে আত্মহত্যা পাটুলির মডেল অভিনেত্রীর

তবে পুলিশ, প্রশাসন, বিনোদন এই সমস্ত কিছুর থেকে এক অন্য দুনিয়াতে রয়েছেন টলিউডের তরুণ মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদার-এর গোটা পরিবার। বাড়ির মেয়ের এই অকাল পরিণতিতে রীতিমতো বিষন্নতা নেমে এসেছে বিদিশা-র পরিবারের সদস্যদের মধ্যে। এক অজানা শ্মশানের শূন্যতা তৈরি হয়েছে অভিনেত্রীর ভাটপাড়ার পৈতৃক বাড়িতে। তাদের বক্তব্য, তার সামনে এখনও অর্ধেকেরও বেশি জীবন পড়েছিল। তাহলে তিনি কেন জনপ্রিয়তার আলোকোজ্জ্বল দুনিয়া ছেড়ে অন্ধকারের দুনিয়া বেছে নিলেন।

27c22

আরও পড়ুন ….সুখবর! ফের ছোটো পর্দায় ফিরছেন ‘মহাপীঠ তারাপীঠ’ খ্যাত অভিনেতা সব্যসাচী চৌধুরী

অভিনেত্রীর এই করুণ সিদ্ধান্তে হতবাক তার বাবা মা। তাদের বক্তব্য, বিদিশা বরাবরই খুব চাপা স্বভাবের ছিল। কোনও দিন কাউকে আঘাত দিয়ে কথা বলেননি। বিদিশা তার বাবার কষ্ট কম করার জন্য কলকাতায় তার এক বন্ধুর সঙ্গে থাকতেন। সেখান থেকে তিনি পড়াশোনার সঙ্গে সঙ্গে অভিনয়ের দুনিয়াতেও নিজের স্থান পাকা করছিলেন। এমনকি সে যখন বাড়ি আসতেন, তার বাবা স্টেশনে তার জন্য অপেক্ষা করতেন। তবে বিদিশা সেই অপেক্ষার অবসান ঘটালেন গত বুধবার।

তার বন্ধু মারফত জানা গিয়েছে, বিদিশা গত পাঁচ মাস ধরে অনুভব বেরা নামক এক যুবককের সঙ্গে সম্পর্কে ছিলেন। প্রতিনিয়তই তাদের মধ্যে কথা হত। অভিনেত্রীর এই পরিণতির পর অনেকেই সন্দেহ করেছিলেন সেই যুবকের দিকে। তবে অভিনেত্রীর লেখা ‘সুইসাইড নোট’ অনুযায়ী স্পষ্ট, ‘তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল’। তাহলে কীসের দরুন এই কান্ড ঘটালেন অভিনেত্রী। শুধুই কী পেশাগত চাপ নাকি অন্যকিছু। জানতে আগ্রহী বিদিশা-র পরিবার পরিজন থেকে বন্ধু সকলেই।




Leave a Reply

Back to top button