১) ‘বল্লভপুরের রূপকথা’ শুনিয়ে দর্শকদের মন জয় করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। ফের একবার রূপকথার পাঠ দিতে ফিরছেন তিনি।
২) রূপকথার নতুন অধ্যায় বুনতে আসছে ‘পক্ষীরাজের ডিম’। মুক্তি পেল ছবির মোশন পোস্টার।
৩) অনির্বাণ পরিচালিত ‘বল্লভপুরের রূপকথাতে’ মনোহরের ভূমিকায় ছিলেন শ্যামল চক্রবর্তী। নতুন ছবিতে অনির্বাণের সঙ্গে পর্দায় ফিরছেন তিনিও।
৪) ছবির প্রযোজনায় থাকছেন জ্যোতি দেশপান্ড শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি। ছবির পরিচালনা করছেন সৌকর্ণ ঘোষাল।
৫) ছবির মোশন পোস্টেরেই খুশি আট থেকে আশি। ছবি মুক্তির অপেক্ষায় শুরু হল দিন গোনা।
Follow us on
Back to top button