আবার প্রেমে পড়েছেন শোভন! ইন্ডাস্ট্রির ফিসফাস ‘সত্যবতী’ সোহিনী নাকি তাঁর মনের মানুষ…
টলিপাড়ার ফের 'অন্য বসন্তের' খবর! এবার নাকি মন বদলা-বদলি হল শোভন-সোহিনীর

পূর্বাশা, হুগলি: টলিপাড়ায় ফের মন বদলের পূর্বাভাস। কানাঘুষো শোনা যাচ্ছে, ফের প্রেমে পড়েছেন গায়ক শোভন। এবার নাকি তাঁর মনে জায়গা করে নিয়েছেন টলি ইন্ডাস্ট্রির গ্ল্যামারাস অভিনেত্রী সোহিনী সরকার। যদিও সংশ্লিষ্ট বিষয় নিয়ে এখনও মুখ খুলতে নারাজ দুজনেই। সত্যিই কি প্রেম করছে তাঁরা? জানা যাবে শীঘ্রই।
অভিনেত্রী সোহিনীর ব্রেক আপ হয়েছে চলতি বছরেই। রণজয়ের সঙ্গে তাঁর সম্পর্কে তে চিড় ধরেছে তা কিছু মাস আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন সোহিনী। অন্যদিকে, ইমনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গী হয়েছিলেন গায়ক শোভন। কিন্তু সে সম্পর্ক টেকেনি। গত এপ্রিলে ব্রেক আপের ঘোষণা করেন স্বস্তিকা ও শোভন। অতএব এখন তিনিও সিঙ্গল।
এরইমধ্যে কানাঘুষো শোনা যাচ্ছে, সোহিনী ও শোভন প্রেম করছেন। সোহিনীর মায়ের জন্মদিনেও
উপস্থিত থাকতে দেখা যায় শোভনকে। আবার, ২২
শে শ্রাবণের অনুষ্ঠানে কাছাকাছি আসতে দেখা যায় শোভন ও সোহিনীকে। তবে কি সত্যিই প্রেম জমছে গভীরে? রহস্যের গন্ধ মিলছে টলিপাড়ার অন্দরে।