উত্তর কলকাতার নস্ট্যালজিয়া বুনবে ‘ফেলু মিত্তির লেন!’ সিরিজের পর্দায় ধরা পড়বে ‘পাড়া কালচার’…

নয়ের দশকের উত্তর কলকাতার চেনা মেজাজ ফেরাবে 'ফেলু মিত্তির লেন'।

পূর্বাশা, হুগলি: উত্তর কলকাতা বলতেই চোখের সামনে ভেসে ওঠে বনেদি বাড়ি, লোকজন, হুল্লোড় বিকেল হলেই পাড়ার রকে আড্ডা, গোল হয়ে বসে চা খাওয়া আর সঙ্গে সুখ-দুখের গল্প। ছুটির দিনে গলির ক্রিকেট আর উৎসব আনন্দে একজোট হওয়া। কিন্তু কালের গতিতে এখন সবই যেন ফিকে। নয়ের দশকের স্মৃতি আঁকড়াচ্ছে আজকের উত্তর কলকাতা। তাই বাঙালিকে ফের নস্ট্যালজিক বানাতে পর্দায় আসছে নতুন সিরিজ ‘ফেলু মিত্তির লেন’।

Tollywood,Webseris,Upcoming Series,Felu Mittir Lane

প্ল্যাটফর্ম এইটে আগামী ১১ অক্টোবর মুক্তি পাবে ‘ফেলু মিত্তির লেন’। গল্পের নায়ক ‘ফেলুর’ নামেই এই সিরিজের নাম। সে কিনা সব বিষয়েই ফেল। তাঁর জীবনের নানান টানাপোড়েনের মাঝে এক সময় আসে নায়িকা চাঁপা। যে আবার একেবারেই টম বয় ধাঁচের। এদিকে চাঁপাকে মন দিয়ে ফেলে ফেলু। আড্ডা, হাসি, ঠাট্টার মাঝে জমতে থাকে প্রেমও।

Tollywood,Webseris,Upcoming Series,Felu Mittir Lane

এরই মধ্যে হাজির হয় বনেদি বাড়ি প্রোমোটিংয়ের সমস্যা। তবে সব জটিলতা কাটিয়ে কিভাবে চেনা মেজাজে ফিরবে ‘ফেলু মিত্তির লেন’? তাই দেখানো হবে সিরিজে। প্ল্যাটফর্ম এইটের এই ওয়েবসিরিজে অভিনয় করবেন দেবজ্যোতি রায়চৌধুরি ও শতাক্ষ্মী নন্দী। পুজোর মুখে এই সিরিজের দেখে দর্শকদের মন ভরবে বলেই আশাবাদী সিরিজের সঙ্গে যুক্ত শিল্পীরা।




Leave a Reply

Back to top button