শেষ শুটিং স্ত্রীর সাথেই, ‘ইসমার্ট জোড়ি’র মঞ্চে প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য

শেষ মুহূর্তে জীবনসঙ্গীর সঙ্গে কজন কাটাতে পারে? একটি অতি সাধারন প্রশ্ন মৃত্যু কি কখনও বলে কয়ে আসে? একদমই না। একথারই জলজ্যান্ত উদাহারণ প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee Passed Away)। অকালে অজানার পথে পাড়ি দিয়ে কাঁদিয়েছেন সকলকে। বৃহস্পতিবার খুবই ভারি একটি সংবাদের মধ্যে দিয়ে দিন শুরু হয় সিনে জগতের কর্মীদের। শুধু কি সিনে জগত বাংলার জনপ্রিয় এই অভিনেতার প্রয়াণে কান্নার রোল উঠেছে সাধারণ মানুষের মধ্যেও।

একসময়ের টলিউড তথা বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও তুখোড় অভিনেতা হিসেবে যার নাম উঠে আসত তিনি হলেন অভিষেক চট্টোপাধ্যায়। তাকে টেক্কা দেওয়া মুখের কথা ছিল না। তিনি এমনি একজন অভিনেতা ছিলেন যিনি নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজের প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করতে ভয় পেতেন না।

abhishek chatterjee with wife sangjukta at ismart jodi

অভিনেতা জীবিতকালে বার বার বলতেন তিনি ভয়কে থুড়ি মেরে তাড়ান। বহুবার কোণঠাসা হওয়ার পরেও নিজের জেরে নিজের চেষ্টায় তিনি আবারও লাইম লাইটে ফেরেন। স্টার জলসার মত জনপ্রিয় চ্যানেলে মোহর ও খড়খুটো নামক দুটো হাই রেটিং ধারাবাহিকে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেন। তার অভিনয়ের জন্যই ধারাবাহিক দুটো যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে। অভিনেতার কপালও এমনও যে, তার মৃত্যুও হয়েছে লাইম লাইটের জগতে। মারা যাওয়ার আগেই তিনি ছিলেন সদ্য শুরু হওয়া নতুন রিয়েলিটি শো ‘ইসমার্ট জোড়ি’র (Ismart Jodi) সেটে।

abhishek chatterjee on smart jodi with wife sangjukta chatterjee 1

সেখানেই তিনি স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়কে (Sangjukta Chatterjee) নিয়ে একটি এপিসোডের শুটিং করছিলেন। শুটিং চলাকালীন তিনি বহুবার অসুস্থ হয়ে পড়েন। সম্পূর্ণ শুটিং তিনি করতে পারেননি । জানা গেছে শুটিং এর মাঝ পথেই তিনি বহুবার বমি করেন। পড়ে স্ত্রীকে নিয়ে বিশ্রামের জন্য বাড়ি চলে যান। তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি বাড়িতে থেকে চিকিৎসা করানোর জন্য পক্ষপাতিত্ব করেন। অবশেষে মাঝরাতে সবাইকে কাঁদিয়ে স্মরণীয় এই অভিনেতা পাড়ি দিলেন না ফেরার দেশে।

উল্লেখ্য যে, যেটুকু শুটিং তিনি করে যেতে পেরেছিলেন সেটুকু এডিট করেই স্টার জলসার পক্ষ থেকে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানানো হয়। জীবনের শেষ মুহূর্তটুকুও তিনি কাটিয়েছেন তার প্রিয়তমা স্ত্রীর সাথে। সেদিন নীল শেরওয়ানিতে অভিনেতার কাছ থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। এদিন মঞ্চে নিজেদের প্রেমের ব্যাপারে অনেক অজানা কথা বলেছিলেন অভিনেতা।




Leave a Reply

Back to top button