হাতে শাঁখা-পলা, কপালে সিঁদূর! উমার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখে হাসির ফোয়ারা নেটপাড়ায়

টেলিভিশন দুনিয়ায় বিনোদনের প্রায় সমার্থক হয়ে উঠেছে সিরিয়াল। সন্ধ্যে হলেই অবসর কাটাতে আট থেকে আশি সকলেই হাজির হন টিভির সামনে। আর এই প্রাইম টাইমেই হয় জি বাংলার অন্যতম সিরিয়াল ‘উমা’। যেখানে বাড়ির লক্ষীমন্ত বৌমা উমা সংসার সামলে ময়দানে যান ব্যাটে বলে পারদর্শী হয়ে উঠতে। দেশে যেমন মেয়েরা খেলার মাঠ থেকে স্পেসেও তাক লাগিয়ে দিচ্ছে। তেমনভাবেই বাংলা সিরিয়ালের মেয়ে-বৌমারাও হয়ে উঠছে ‘একাই একশো’। কিন্তু হঠাৎই বিপত্তি। উমা সিরিয়াল নিয়ে নেট মাধ্যমে বেজায় চটেছেন দর্শকেরা। এমনকি সিরিয়াল বন্ধেরও দাবি উঠছে। হঠাৎই কি এমন করলেন উমা? 

সম্প্রতি একটি  প্রোমো ভিডিও ভাইরাল হয়েছে, আর সেই ভিডিও নিয়ে সরব হয়েছেন নেট নাগরিকরা। ভিডিওতে দেখা হচ্ছে, সিরিয়ালে ভারত-বাংলাদেশ ম্যাচের আয়োজন করা হয়েছে। যেখানে একেবারে শেষ ওভারের শেষ বলটি করে বাংলাদেশকে জব্দ করতে এগিয়ে আসছেন উমা। কিন্তু বল করার ভঙ্গী দেখে হাসিতে ফেটে পড়ছেন দর্শকেরা। তার উপরে বলটি যেভাবে করা হয়েছে তাতে সেটিকে বাস্তবে ‘নো-বল’ বলা হয়।কিন্তু সিরিয়ালে সেই বলেই আউট করেছেন প্রতিপক্ষকে।বলের গ্র্যাভিটি নিয়েও প্রশ্ন তুলছেন ক্রিকেটের অনুরাগীরা।আসলে সিরিয়াল নির্মাতারা অত আমল দেননা এসব বিষয়ে।

uma

কিন্তু ক্রিকেটপ্রেমীরাই বা ছেড়ে দেবেন কেন? ক্রিকেটের নামে ‘ছ্যাবলামি’, ‘মানুষকে বোকা বানানোর’ অভিযোগ আনছেন তারা। আর এর জেরেই টেলি-অভিনেত্রীকে শুনতে হচ্ছে নানান কটূক্তি। কেউ করছেন বডি সেমিং তো কেউ তার শাঁখা-পলা পরে মাঠে নামা নিয়ে দুষছেন। সকলের মত দ্রুত বন্ধ হোক ক্রিকেটের নামে এই ধরণের গাঁজাখুরি গপ্পো। তবে বেশ কিছু বিচক্ষণ মানুষ বলেছেন, গ্রাম গঞ্জের দর্শকেরা ক্রিকেট বোঝেন না কিন্তু ‘উমা’র মতো মেয়েরা তাদের ঘরের মেয়ে হয়ে উঠেছে। উমা’র জয়ে তারা খুব খুশি। ফলে এই সমালোচনা সিরিয়ালের জনপ্রিয়তাকে ক্ষুন্ন করবে বলে মনে করছেন না তারা।




Leave a Reply

Back to top button