বিষন্ন মুখে ঊষসী, নয়া অবতারে ‘পেত্নী’ রূপে অভিনেত্রী আসছেন নতুন হাড় হিম করা ওয়েব সিরিজে..

Petni Web Series: পেত্নী রূপে ঊষসী হাড়হিম করা লুক, আসছে নতুন ওয়েব সিরিজ পেত্নী.. First Look of Tollywood actress Ushasi Ray and other actors from the upcoming web series Petni.

কলকাতা: অগোছালো উস্কো- খুস্কো চুল কাঁধ বেয়ে নেমে এসেছে, টকটকে লাল চোখ, শুকিয়ে ফেটে যাওয়া ঠোঁট, বিষণ্ণ মুখ এবার  হাড়হিম করা চরিত্রে অভিনয়  টেলিভিশন থেকে ওটিটি-র জনপ্রিয় মুখ ঊষসী রায়ের ( Ushasi Ray )। এবার প্রথমবার ভৌতিক সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। মূলত, মেগাধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ঊষসী রায়কে। আড্ডাটাইমস ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন রিরিজ ‘পেত্নী’ ( Petni )। অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত এই ভৌতিক রহস্যে ( Horror Web Series ) মোড়া সিরিজটি স্ট্রিমিং শুরু হবে আগামী ১৭ নভেম্বর থেকে।  একেবারে নয়া অবতারে  ঊষসী। প্রকাশ্যে এল সিরিজের প্রথম লুক। এই ওয়েব সিরিজে ঊষসী ছাড়াও রয়েছেন টলিপাড়ার একঝাঁক এচনা মুখ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জেসমিন রায়, কাঞ্চন মল্লিক, শুভ্রাজিৎ দত্ত, অর্ণব বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা।
Horror web Series,new bengali Horror web Series,Ushashi Ray,actress Ushashi Ray,Ushashi Ray news,Ushashi Ray series,Ushashi Ray profile,Ushashi Ray serials,Ushashi Ray petni,addatimes,addatimes series,addatimes subscription,ঊষসী রায়,পেত্নী,আড্ডাটাইমস,New Bengali Web Series,Web Series,Bengali web series,Usashi Roy,Kanchan Mullick,Jasmine Roy,Petni,Ushasi Ray

ওয়েব সিরিজ সম্পর্কে জানা গিয়েছে, চার বন্ধু- রাকা, নীলেশ, জুই, শোভন, মধ্যরাতে লং ড্রাইভের জন্য বের হয়। সাধারণ মজার রোড ট্রিপ হিসেবে শুরু হলেও, তা ধীরে ধীরে বিপজ্জনক- ভূতুড়ে অভিজ্ঞতায় পরিণত হয়। একের পর এক অদ্ভুত এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে শুরু করে। যা আরও ভয়াবহ হয়ে দাঁড়ায় একটি দুর্ঘটনার পর, নিখোঁজ হয় রাকা। বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর, ফিরে আসে রাকা। তবে একেবারে পাল্টে যায় তার জীবন। এক মহিলা রাকার জীবন সমস্যায় ভরিয়ে দেয়। এরপরে যা ঘটে তা, ভয়ঙ্কর গল্পের মূল ভিত্তি তৈরি করে। স্বাভাবিক ভাবেই হরর গল্পপ্রেমীদের আকৃষ্ট করবে  এই ওয়েব সিরিজ। ভূতড়ে প্লটের মোড়কে সাজানো এই ওয়েব সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যাবে ঊষসীকে।

অভিনেত্রী ঊষসী রায় এবিষয়ে বলেন, “এটি অ্যাডটাইমস এবং অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে আমার প্রথম কাজ। আমরা বিভিন্ন ভৌতিক লোকেশনে শ্যুটিং করেছি। আমি সব সময় হরর গল্পের প্রতি আকৃষ্ট হই। এটা ছিল আমার হ্যাঁ বলার প্রাথমিক কারণ। আমি নিশ্চিত যে ‘পেত্নী’ দেখার পর সকলে বিস্মিত হবে।” বললেন জেসমিন রায়।  এর পাশাপাশি পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় বলেন, “পেত্নী-র গল্প লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। এই ওয়েব সিরিজে প্রচুর উপাদান রয়েছে। এই হরর সিরিজ, রহস্যে মোড়া। একেবারে ভিন্ন ভাবে শ্যুট ডিজাইন করেছি আমরা। তবে ‘পেত্নী’-র গল্পের একটি আবেগময় দিকও রয়েছে।”  এখন ঊষসীর ফ্যান এবং সর্বপরী ভৌতিক গল্পপ্রেমীরা  অধীর আগ্রহে   অপেক্ষা করছে ওয়েব সিরিজ ‘পত্নী’-র জন্য।




Leave a Reply

Back to top button