দক্ষতা থাকলেও নেই সৌন্দর্য! ভালো অভিনয় করে কাজের অভাবে ভুগছেন ‘জুন আন্টি’

রাখী পোদ্দার, কলকাতা : বেশ কয়েক মাস কেটে গেল ছোটো পর্দা থেকে বিদায় নিয়েছেন ‘শ্রীময়ী’ ( Sreemoyee) খ্যাত খলনায়িকা উষসী চক্রবর্তী ( Ushasie Chakraborty)। ছোটো পর্দা হোক কিংবা বড়ো পর্দা দুই জায়গাতেই সমান ভাবে দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। কিন্তু ‘শ্রীময়ী’ ( Sreemoyee) ধারাবাহিকের খলনায়িকার চরিত্রটি তাঁকে এনে দিয়েছিল আলাদাই জনপ্রিয়তা। তাঁর চরিত্র মানুষের মনে দাগ কেটেছে গভীর ভাবে। মানুষের গা জ্বলানো মুখভঙ্গি আর কথার ধরন তাঁকে জনপ্রিয় করে তুলেছিল রাতারাতি। অথচ এত জনপ্রিয় এক চরিত্র করার পরেও বর্তমানে পর্দায় এত কম কেন দেখা যায় এই অভিনেত্রীকে? এই প্রশ্নে খোদ মুখ খুললেন অভিনেত্রী।
সফল একটি চরিত্রে অভিনয়ের পরেও আশানুরূপ প্রস্তাব পরিচালকদের থেকে পাননি উষসী। স্বাভাবিক ভাবেই জুন আন্টি ( June Auntie)র জনপ্রিয়তা দেখার পর তিনি ভেবেছিলেন, বড়পর্দা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বেশ কিছু সুযোগ আসবে তাঁর। একদম সুযোগ আসেনি, তা নয় কিন্তু যতটা আশা করেছিলেন ততটা পাননি তিনি। ইন্ডাস্ট্রি থেকে এমনটা আশা করেননি তিনি। ইন্ডাস্ট্রিতে যে লবি আছে সেই নিয়েও মুখ খোলেন তিনি। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন ছবির ক্ষেত্রে একটা অন্য লবি কাজ করে। এক্ষেত্রে পিআর, ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যা কত সে সবের নিরিখে বিচার করা হয় যোগ্যতা।
ইনস্টাগ্রামে তাঁর হাজার হাজার ফলোয়ার নেই। আর তাই এত বছর কাজ করার পরও তাঁকে শুনতে হয়েছে, টেলিভিশনে ভালো অভিনয় করলেও ওটিটি-তে অতো ভালো অভিনয় করতে পারবেন না তিনি ( June Auntie)। তাঁর চেয়ে বয়সে এবং অভিজ্ঞতায় অনেক ছোট অভিনেত্রীরাও ইতিমধ্যেই টেলিভিশন থেকে ওয়েব সিরিজে সুযোগ পেয়ে গিয়েছেন। এতো বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পর কি তাঁর এটাই ছিল প্রাপ্য? কিন্তু সে জন্য মনে কোনো হিংসা নেই তাঁর। নিজের জুনিয়রদের উজ্জ্বল ভবিষ্যৎও কামনা করেছেন তিনি। উষসীর প্রশ্ন, পরিচালক ও প্রযোজকদের জন্য। ভাল সুযোগের আশা করেছিলেন। সেটা নিজের যোগ্যতার বিচার করেই। কিন্তু কেন এল না সেই সুযোগ তার উত্তর পাননি অভিনেত্রী।
তবে তিনি এটাও স্বীকার করেছেন তাঁর কাছে ছোটপর্দা থেকে প্রস্তাব এসেছে অনেক। তিনটি নামীদামি চ্যানেল থেকে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান উষসী ( Ushasie Chakraborty)। তাও আবার মুখ্য অভিনেত্রীর চরিত্রে। তবে নিজের ব্যক্তিগত জীবন, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে এখন সিরিয়ালের সাথে যুক্ত হতে চাইছেন না তিনি। পাশাপাশি আগের চরিত্রটির জন্যও এই সিদ্ধান্ত নিয়েছেন উষসী। তাঁর মতে, দর্শক এখনো জুন আন্টির ছায়া থেকে বেরোতে পারেননি। তাঁদের কাছে এখনও উষসী মানেই জুন আন্টি। তাই আরও কিছুটা সময় দিচ্ছেন তিনি। চলতি বছরের পুজোর পরেই সম্ভবত নতুন সিরিয়াল নিয়ে ফিরবেন উষসী।