আর পারলেন না অভিনেতা ভিক্টর ব্যানার্জি , করোনার পর এবার আক্রান্ত ডেঙ্গুতে

করোনার ত্রাসে বিপর্যস্ত সারা বিশ্ব । সাধারণ মানুষ থেকে আমআদমি কেউ বাদ পড়ছে না করোনার গ্রাস থেকে । করোনার জেরে আমরা বিগত দুবছর ধরে শিল্পমহল থেকে বহু প্রতিভাবান মানুষকে হারিয়ে ফেলছি । টলিউডেও বহু প্রবীণ অভিনেতারা করোনার থাবা থেকে নিস্তার পাননি । যেমন ফের করোনা আক্রান্ত হয়ে শোচনীয় হয়ে পড়েছেন প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ( Victor Banerjee ) । একবার নয় দু’বার নয় এই নিয়ে তিনি তৃতীয়বার করোনার কবলে পড়েছেন । এবার শুধু করোনা নয় । করোনার সঙ্গে সঙ্গ দিয়েছে ডেঙ্গু । এর আগেও করোনা ( COVID-19 ) আক্রান্ত হয়েছেন আবার সেরেও গেছেন । গত ১৩ ফেব্রুয়ারি তিনি ( Victor Banerjee ) করোনা আক্রান্ত হন । সমস্ত সাবধানতা অবলম্বন করেই তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থাকেন । শুক্রবার আবার তিনি শারীরিক অসুস্থতা অনুভব করলে পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে ।

আরও পড়ুন ………রোগা হতে চান! খেতে হবে স্যালাড, দেখে নিন স্যালাডে রোগা হবার সহজ উপায়

যথেষ্ট সচেতনতা অবলম্বন করার পরেও ফের করোনা আক্রান্ত হওয়ায় তাঁর পরিবারও যথেষ্ট উদ্বিগ্ন সেই সাথে অনুরাগীরাও উৎকণ্ঠা প্রকাশ করেছেন । এক সময়ের জনপ্রিয় এই অভিনেতাকে বর্তমানে কাজ করতে কম দেখা যায় । তবে জনপ্রিয়তা আজও অটুট । কিভাবে প্রবীণ এই অভিনেতার শরীরে করোনার (COVID-19) উপসর্গ পাওয়া গেল সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি । পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্বলতা ছাড়া আপাতত আর কোনও লক্ষণ নেই ।

বেশ অনেকদিন ধরে তিনি ( Victor Banerjee ) মুসরিতে স্থায়ী ছিলেন । সম্প্রতি ডব্লিউবিএফজেএ আয়োজিত সিনেমার সমাবর্তন – কিংবদন্তী সত্যজিৎ রায়ের নামাঙ্কিত জীবনকৃতি সম্মান দেওয়া হয় তাঁকে । সেই কারণেই কলকাতায় আসেন তিনি ( Victor Banerjee ) । করোনা পজিটিভ থাকায় তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি । অনুষ্ঠানের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে তাঁকে সম্মাননা প্রদান করা হয়েছে বলে গেছে ।

আরও পড়ুন ……এবার অসমবয়সী প্রেমে মজেছেন কৌশিক সেন ! আসছে নতুন মেগা স্টার জলসায়

আমরা ইতিমধ্যেই অনেককে হারিয়েছি যারা করোনা পরবর্তী জটিলতাকে মোকাবিলা করতে না পেরে চলে গেছেন না ফেরার দেশে । একাধিক শিল্পী রয়েছেন তাদের মধ্যে । তাই জনপ্রিয় এই প্রবীণ অভিনেতা যেন দ্রুত আরোগ্য লাভ করে এটাই সকলের কামনা ও প্রার্থনা ।




Leave a Reply

Back to top button