লাল আলতা পায়ে যেন সাক্ষাৎ মা কালী! ‘গৌরীর’ ঘোমটা কালী রুপে আবেগে ভাসল সিরিয়ালপ্রেমীরা

প্রিয়া ধর, কলকাতাঃ বাঙ্গালি আর ধারাবাহিক এই দুটোকে কখনও আলাদা করা যায় না। বাঙ্গালীর মত সিরিয়ালপ্রেমী আর একটা খুঁজে পাওয়া যাবে না। বাংলা সিরিয়ালগুলোর মানও বেশ ভালো। জি বাংলা, স্টার জলসার মত চ্যানেলে বেশ ভালো টিআরপি’র সিরিয়াল সম্প্রচারিত হয়। সম্প্রতি এই দুই চ্যানেলেই বেশ ভালো ভালো কিছু ধারাবাহিক এসছে। এর মধ্যে কোনোটা নারীকেন্দ্রিক, আবার কোনোটা ধর্মীয় ধারাবাহিক। সম্প্রতি জি বাংলায় এলো নতুন ধারাবাহিক ‘গৌরী এলো’ ( Gouri Elo Bengali Television serial )।

বহুদিন নতুন ধারাবাহিক ও নতুন গল্পের মাধ্যমে দর্শকদের আনন্দ দিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন জি বাংলার ধারাবাহিক নির্মাতাগণ। ‘গৌরী এলো’ সিরিয়ালের বিষয়বস্তুও অনেকটা নতুন। অন্য ধারাবাহিকের গল্প ও কাহিনী থেকে অনেকটা অন্য ধাঁচের গল্প বলবে গৌরী। গল্পে দেখানো হবে বিজ্ঞান ও ধর্মের মেলবন্ধন। ইতিমধ্যেই দর্শকদের বেশ কাছের হয়ে উঠেছে ‘গৌরী এলো’। নতুন এই ধারাবাহিকে দেখানো হচ্ছে কিভাবে গল্পের নায়ক ও নায়িকা গৌরী ও ঈশানের কিভাবে মেল হবে। প্রেম ও অলৌকিক দৃশ্যের এক অপরূপ মেলবন্ধন ঘটতে চলেছে সাম্প্রতিকতম পর্বে।

Gouri Elo Bengali Television serial
Gouri Elo Bengali Television serial

আরও পড়ুন…………তিনি নাকি ‘অপরিবর্তনীয়’! নিজের হাতে আঁকা ‘ট্যাটু’র রহস্য খুললেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা

গল্পে শুরু হয় নয়া মোড়। গৌরীকে বাঁচানোর জন্য ঈশান মা কালীকে সাক্ষী রেখে গৌরীর সিঁতিতে সিঁদুর দান করে। ব্যস এখানেই আরও জমজমাট হয়ে ওঠে এই ধারাবাহিক। এমনিতেও বাঙ্গালীদের কাছে আধ্যাত্মিক ধারাবাহিক মানেই বেশ মনে কাছের একটি বিষয়। ধারাবাহিকের সাম্প্রতিকতম দৃশ্যগুলো দর্শকদের যেন আরও বেশি আটকে রাখছেন।

Gouri Elo Bengali Television serial
Gouri Elo Bengali Television serial

আরও পড়ুন………‘দাদাগিরি’র মঞ্চে হাজির বাংলার জিভে জল আনা ‘দাদা-বৌদি’ বিরিয়ানি, নামকরণের রহস্য সমাধান করলেন দাদা

সদ্য প্রকাশ্যে এসছে ‘গৌরী এলো’র নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে গৌরী দৌড়ে এসে শ্বশুরবাড়ির প্রতিষ্ঠিত কালী ঠাকুরকে প্রণাম করতে ছোটে। আর সেই দৌড় দেখেই ক্ষেপে বোম শ্বশুরবাড়ির লোকজন। আর সেই দৃশ্য দেখেই লজ্জায় লাল হয়ে নতুন গৌরী। লজ্জায় ঘোমটা দিয়ে নিজের মুখ ঢেকে নেয় সে। গৌরীকে যেন সাক্ষাৎ মা কালীর মতই লাগছিল। গৌরীর এই রুপ দেখেই নেটবাসীর মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি।




Leave a Reply

Back to top button