রাহুলের জন্যই ফ্লপ হবে সিরিয়াল! ‘লালকুঠি’ দেখে কটাক্ষ দর্শকদের

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকগুলি বাংলা এবং বাঙালির বিনোদনের মাত্রাকে এক অন্য পর্যায়ে পৌছে দিতে সাহায্য করেছে। অবসর সময়ে বা একটু ব্যস্ততার ফাঁকে এই ধারাবাহিকই হল বিনোদনের একমাত্র অঙ্গ। ইতিমধ্যে বাংলার একাধিক জনপ্রিয় চ্যানেলে এই সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে । এদের মধ্যে এমন কিছু কিছু ধারাবাহিক রয়েছে যেগুলো দর্শকদের কাছে নতুন কিছু টুইস্ট নিয়ে হাজির হচ্ছে এবং দর্শকরাও বেশ আগ্রহের সঙ্গে দেখছে। এর ফলে মূলত যেটা হচ্ছে, সেটা হল ধারাবাহিক গুলির টিআরপি যেরকম বাড়ছে তেমনি দর্শকদের কাছে ধারাবাহিকের জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে।

সম্প্রতি এই রকমই এক চমক নিয়ে হাজির হয়েছে জি বাংলা। চলতি মাসের ২ তারিখ থেকে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে নতুন বাংলা ধারাবাহিক ‘লালকুঠি’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে টলিউড অভিনেত্রী রুকমা রায় এবং অভিনেতা রাহুল বন্ধ্যোপাধ্যায়। যদিও লালকুঠি ধারাবাহিকেই প্রথম নয়, এর আগে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’তে জুটি বাঁধতে দেখা গিয়েছিল এই দুই টলি তারকাদের। দর্শকরা তাদের এই জুটিকে বেশ পছন্দও করেছিল। তাই স্বাভাবিক ভাবেই ধারণা করা গিয়েছিল যে, দেশের মাটি ধারাবাহিকের পরিপ্রেক্ষিতেই জনপ্রিয় হবে টেলিভিশনের নতুন ধারাবাহিক লালকুঠি।

7c42

আরও পড়ুন ….একাধিক চমক নিয়ে হাজির হচ্ছে দাদাগিরি! বিশেষ এপিসোডে মঞ্চ মাতাতে উপস্থিত থাকছেন ‘বং গাই’ও
আরও পড়ুন ….বাদামের গানেই বাজার গরম! লাখ টাকা কামিয়ে এখন নতুন বাড়ি তৈরি বাদাম কাকুর

কিন্তু সেই ধারণা অনুযায়ী পথ চলতে শুরু করেছিল ধারাবাহিক লালকুঠি। দর্শক মহলে ধারাবাহিকের তারকা জুটিকে দেখে বেশ উচ্ছসিত হয়ে উঠেছিল। কিন্তু যতদিন গেল ততই যেন কটূক্তির জালে জড়িয়ে পড়ছে এই ধারাবাহিক। দর্শকদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে ধারাবাহিকের মুখ্য চরিত্র রাহুল বন্ধ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই অভিনেতাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে তুমুল আলোচনা। দর্শক মহলের একটা অংশ অভিনেতা রাহুলের অভিনয়ে রীতিমতো অসন্তুষ্ট ধারাবাহিকের দর্শকরা।

আরও পড়ুন ….ন্যাকামিই ভালোবাসে বাঙালি! ‘গাঁটছড়া’, ‘মিঠাই’কে টেক্কা দিয়ে TRP লিস্টে প্রথম এই ধারাবাহিক, হতাশ দর্শকেরা

সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের বক্তব্য, অভিনেত্রী রুকমা রায় এর অভিনয় ভালো লাগলেও অভিনেতা রাহুলের অভিনয় এক্কেবারেই বেমানান। দর্শক মহলের মতে, এই ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই সেই একঘেয়েমি গল্পের ধারা বয়ে চলেছে। বিশেষত অভিনেতা রাহুল বন্ধ্যোপাধ্যায় অভিনয় দেখে মনে হচ্ছে যে কেউ যেন ওনাকে জোর করে অভিনয় করতে বাধ্য করছেন। শুধু তাই নয়, দর্শক মহল কটাক্ষের সুরে বলেছেন, এই ধারাবাহিক যদি ভবিষ্যতে তার জনপ্রিয়তা হারায় তাহলে তার জন্য দায়ী হবেন একমাত্র এই অভিনেতা। যদিও এতসব কটূক্তির মধ্যে দিয়েই জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিক লালকুঠি। এখন শুধু দেখার জিনিস একটাই, এই ধারাবাহিক সমস্ত বিতর্ককে ঝেড়ে ফেলে তার গল্পের স্রোত অনুযায়ী এগিয়ে যাবে নাকি দর্শকদের জন্য কোনও নতুন টুইস্ট নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হবে।




Leave a Reply

Back to top button