শহরের উষ্ণতম দিনে প্রেমে মজেছেন বিক্রম-শোলাঙ্কি, আসছে নতুন প্রেমের গল্প

বহুবছর বাদে আবারও দর্শকদের মনের আশা পূরণ করতে একসাথে বড় পর্দায় আসতে চলেছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায় ( Vikram- Solanki )। ধারাবাহিক জগতের এই দুই জনপ্রিয় অভিনেতাদের কথা আলাদা করে আর কিছু বলার নেই। অভিনেতা বিক্রম ছোট পর্দার সবথেকে জনপ্রিয় মুখ। ক্যারিয়ারের প্রথম দিক থেকেই ধারাবাহিকের হাত ধরেই বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। পরবর্তীতে বহু সিনেমা ও ধারাবাহিকেও তাকে দেখা গিয়েছিল। অন্যদিকে শোলাঙ্কি। নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে অনেক আগেই দর্শকদের প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। ইতিমধ্যেই তিনি যীশু সেনগুপ্তের মত বড় বড় অভিনেতাদের সাথে কাজ করে ফেলছেন। তবে দর্শকদের জন্য সুখবর হল এই দুই জনপ্রিয় তারকাকে ( Vikram- Solanki ) একসাথে আবারও পর্দায় দেখতে পাওয়া যাবে। হাঁ একদম তাই। পরিচালক অরিত্র সেনের আগামী ছবি ‘শহরের উষ্ণতম দিনে’ ( Sohorer ushnotomo dine ) সিনেমায় একসাথে ভালোবাসার গল্প শোনাবে ঋতবান ও অনিন্দিতা। এই দুই চরিত্রে দেখা যাবে ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের জনপ্রিয় দুই অভিনেতা ও অভিনেত্রী বিক্রম-শোলাঙ্কিকে ( Vikram- Solanki )। পরিচালক অরিত্রের মতে একেবারে অন্যরকম একটি ছবি হতে চলেছে এটি। গল্পের বিষয়বস্তুর মধ্যে বেশ কিছু টুইস্ট আছে, যা দর্শকদের ভালো লাগবে ও অন্যরকম অনুভূতি।

Vikram- Solanki
Vikram- Solanki

আরও পড়ুন………কালো পোশাকে আগুন ঝরালেন নিয়াসা, মনীষ মালহোত্রার শো’তে চাঁদের হাট

দর্শকদের কাছে বিক্রম-শোলাঙ্কির জুটি বরাবরের মতই পছন্দের। দর্শকদের অনেকদিনের অনুরোধও ছিল যে এই জুটিকে তারা আবারও পর্দায় একসাথে দেখতে চায়। দীর্ঘদিন পর আবারও বিক্রমের সাথে কাজ করতে পারার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী শোলাঙ্কি। অভিনেত্রী জানান যে মাঝখানে বেশ খানিক বিরতি নিয়েছিলেন নিজের অভিনয় দক্ষতাকে আরও বেশি যাচাই করার জন্য সেই সাথে বেশ কিছু বড় প্রজেক্টের কাজও করছিলেন অভিনেত্রী। বিক্রমের সাথে অভিনেত্রীর কেমিস্ট্রি খুব দারুণ। দর্শক তাদের একত্রিতকরণকে বেশ ভালোভাবেই নেবে বলে অভিনেত্রী মনে করেন। অন্যদিকে অভিনেতা বিক্রম এখন ব্যস্ত উত্তরবঙ্গে শুটিং করতে। তিনি জানান যে ‘ইচ্ছেনদী’র পর থেকেই শোলাঙ্কির সাথে তার জুটি দর্শকদের খুবই প্রশংসা পেয়েছিল। তাই একসাথে কাজ করার জন্য তিনি নিজেও বেশ মুখিয়ে আছেন।

আরও পড়ুন………আশ্চর্যজনক মহিলা সাবা আজাদ, হৃতিক রোশনের প্রেমে হাবুডুবু সাবা

এই ছবির অন্যতম মূল ইউএসপি পয়েন্ট যেমন ছবির নায়ক-নায়িকা ( Vikram- Solanki ) সেই সাথে হল সঙ্গীত। সঙ্গীতের উপর আলাদা জোর দেওয়া হয়েছে এখানে। এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন নারায়ণ বসু। এছারাও বেশ বড় মাপের প্রযোজকেরা এই ছবির পেছনে রয়েছেন। অরিত্র-পরমব্রত-সুপ্রিয় সেনের প্রযোজনা সংস্থা রোডশো ফিল্মস ছাড়াও এই ছবির প্রযোজনার দায়িত্ব সামলাবেন শ্যামসুন্দর দে’র শ্যাডো ফিল্মস।




Leave a Reply

Back to top button