ঘনিষ্ঠ চুম্বনে খুনসুটিতে মত্ত অঙ্কুশ-ঐন্দ্রিলা, ভিডিও দেখে হেসে খুন নেট পাড়া

টলিউডের পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম হল অঙ্কুশ-ঐন্দ্রিলা। বাংলা ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিনের প্রেম বাঁচিয়ে বিন্দাস আছেন এমন জুটির মধ্যে সেরা হলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। দুজনেই বেশ ব্যস্ত মানুষ। সারাবছরই নতুন কাজের চাপ নিয়েই থাকতে হয় দুজনকে। একজন ছোট পর্দার জনপ্রিয় মুখ অন্যজন আবার বড় পর্দার হার্টথ্রব অভিনেতা। অঙ্কুশ ও ঐন্দ্রিলা ( Oindrila Sen ) সামাজিক মাধ্যমে খুবই সক্রিয়। প্রায়শই নিজেদের ব্যাক্তিগত মুহূর্তের ছবি অনুরাগীদের সাথে শেয়ার করেন তারা। এবারও তার অন্যাথা হয়নি।

জন্মদিনে ক্যামেরার সামনেই বান্ধবী ঐন্দ্রিলার গালে সশব্দে চুমু খেয়ে বসেন প্রেমিক অঙ্কুশ। ব্যস এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় শোরগোল পড়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী ঐন্দ্রিলাকে বিছানায় ফেলে জোর করে তার গালে ঘনিষ্ঠভাবে চুমু খাচ্ছেন অঙ্কুশ ( Ankush Hazra )। প্রেমিকের এমন আদরভরা চুম্বন পেয়ে লজ্জায় লাল ঐন্দ্রিলা। অঙ্কুশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টাও করেন তিনি।

Ankush Hazra and Oindrila Sen in birthday
Ankush Hazra and Oindrila Sen in birthday

আরও পড়ুন………“ওর আত্মা কষ্ট পাবে”, কেন আচমকা এই বিস্ফোরক মন্তব্য অভিষেকের স্ত্রী-র

তাদের এই আদরমাখা ঘনিষ্ঠ আলিঙ্গন ও চুম্বন নেট মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। নেটিজেনরা ঐন্দ্রিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই বলেছেন, ‘তোমাদের এই খুনসুটি চলতে থাকুক’, আবার অনেকে লিখেছেন, ‘অঙ্কুশের মত প্রেমিক পেয়ে সৌভাগ্যবান ঐন্দ্রিলা’। শুভেচ্ছাবার্তা ( Oindrila Sen birthday video ) পাঠিয়েছেন তারকারাও। পূজা থেকে আরম্ভ করে দেবলীনা অনেকেই ঐন্দ্রিলার এই ভিডিওটিতে কমেন্ট করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

আরও পড়ুন………‘একটু শালীনতার পাঠ নিন’! ইন্ডিগোর সাথে বিতর্কে জড়িয়ে কটাক্ষের শিকার ঋতুপর্ণা

তবে এত কিছুর পরেও প্রশ্ন উঠছে কবে বিয়ের পিড়িতে বসতে চলেছেন এই জুটি? এই প্রশ্নের উত্তর প্রত্যেকবারের মত এবারেও এড়িয়ে গেলেন তারা। এখন অপেক্ষা প্রেমের পরিণতি কবে বিয়েতে রুপান্তর হয়।




Leave a Reply

Back to top button