১) কলকাতার পাইস হোটেল খ্যাত নন্দিনী দিদি এবার সরাসরি আসছেন সিনেমায়। খুন্তি নাড়া থেকে সংলাপ আওড়ানো। তিনি যেন দশভুজা।
২) বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নন্দিনী। ক্যাপশনে লেখা ‘আমার প্রথম ছবি’।
৩) নন্দিনী দিদির এই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই হুলুস্থুলু পড়েছে নেটপাড়ায়।
৪) ছবিতে অভিনয় নিয়ে অত্যন্ত খুশি নন্দিনীও। ‘নায়িকা’ নন্দিনী যেন আর আকর্ষণীয়।
৫) এরপরই অনুরাগীদের প্রশ্ন “পাইস হোটেল কি তবে বন্ধ হচ্ছে?” যদিও এ প্রশ্নের সদুত্তর মিলল না এখনও।
Follow us on
Back to top button