রাণী রাসমণির সঙ্গে কী করছেন শ্রাবন্তী? ভিডিও দেখে প্রশ্ন চিহ্ন দর্শক মনে

মন্টি শীল, কলকাতা : টলিউড, অর্থাৎ বাংলা এবং বাঙালি দর্শকদের কাছে বিনোদনের এক অন্যতম দুনিয়া। সাধারণত একমুঠো বিনোদনের স্বাদ গ্রহণ করতে আপামোর দর্শক মহল এই টলিউডকেই নিজেদের ভর কেন্দ্র করে রেখেছেন। তবে বিনোদনের এক অন্যতম দুনিয়া হিসেবে পরিচিত টলিউড কে ঘিরে দর্শক মহলে আলোচনা, আর সমালোচনা হবে না তা কখনও হয়? তাই সমগ্র দর্শক মহল তাদের প্রিয় ধারাবাহিক ও সিনেমা এবং তার সঙ্গে সঙ্গে তাতে অভিনিত অভিনেতাদের সম্পর্কে জানার জন্য উদগ্রীব হয়ে বসে থাকেন।
আর এই জনপ্রিয় তারকাদের মধ্যে একজন অন্যতম নাম হল টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর সম্প্রতি বেশ কিছু দিন যাবত সমালোচকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। যদিও অন্যতম কারণ হল তার ব্যক্তিগত জীবন। কিন্তু শত শত বিতর্ক থাকা সত্তেও একফোঁটা জনপ্রিয়তা কমেনি এই টলিউড অভিনেত্রীর (Tollywood Actress)। যায় এক বিশেষ ঝলক দেখতে পাওয়া যায় তার রিয়াল লাইফ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পর্যন্ত। এককথায় বলতে গেলে, অভিনেত্রী তার অগণিত ভক্ত সমাগমের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন।
ইদানিং কিছু সময় আগে এই টলিউড অভিনেত্রীকে দেখা গিয়েছিল এক রিলস (Reels) ভিডিওতে। যেখানে শ্রাবন্তী বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ‘উদিত নারায়ন’ এবং ‘কবিতা কৃষ্ণমূর্তি’-র গাওয়া গানে ভিন্ন রকমের অঙ্গ ভঙ্গিমা করছেন। তবে এই ভিডিওতে অভিনেত্রী একা ছিলেন না। ভিডিওতে শ্রাবন্তীর সঙ্গী হিসেবে ছিলেন ‘রানী রাসমণি’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। তার দুজনেই বেশ মত্ত রয়েছেন ভিডিও তৈরিতে। যা পোস্ট করার মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।
View this post on Instagram
আসতে থাকে টলিউড অভিনেত্রীদের অনুরাগী মহল থেকে বিভিন্ন ধরনের কমেন্ট। যার মধ্যে কিছু নেতিবাচক থাকলেও, তার বেশির ভাগটাই জায়গা করে নেয় ইতিবাচক কমেন্টে। তবে এর মধ্যেও অনেকেই প্রশ্ন তুলেছেন যে, হঠাৎ দিতিপ্রিয়া রায়ের সঙ্গে ভিডিও বানালেন কেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে বহুল আলোচিত সিনেমা ‘অচেনা উত্তম’। যার মূখ্য চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। এই সিনেমারই এক বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়-কে। সম্ভবত এই সিনেমারই শ্যুটিং সেটে বিরতির চলাকালীন এই ভিডিওটি বানিয়েছেন অভিনেত্রী। তবে দর্শক মহলে একাধিক প্রশ্ন থাকলেও, নেট দুনিয়াতে এই ভিডিও যে ভীষণ রকম ভাবে ভাইরাল হয়েছে তা বলতে বাকি নেই।