সিনেমা হলে ছক্কা হাঁকাচ্ছে ‘ওহ লাভলি’! খুশিতে ডগমগ মদন মিত্র তুললেন ‘শোলের’ সঙ্গে তুলনা…
'ওহ লাভলি' নিয়ে চরম উন্মাদনা মানুষের। মদন দা বললেন "এ যেন শোলে রিলিজ হয়েছে"।

পূর্বাশা, হুগলি: রাজনীতিবিদ মদন মিত্র নেমেছেন বড় পর্দায়। তাঁর হিট ডায়লগ ‘ওহ লাভলি’ (Oh Lovely) টলিপাড়ার নতুন সিনেমা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাঁর একাধিক ভিডিয়োতে শোনা যায় ‘ওহ লাভলি’ বুলি। সেই ডায়লগকে হাতিয়ার করেই হরনাথ চক্রবর্তী এনেছেন তাঁর নতুন ছবি। শুধু ডায়লগ নয়। স্বয়ং মদন মিত্র নিজেই রয়েছেন ছবিতে। আর ‘মদন দা’র আকর্ষণে সিনেমাহলে ভিড় জমছে দর্শকদের।
বড় পর্দায় তাঁর প্রথম সিনেমা। রিলিজের আগে একটু টেনশনে ছিলেন ‘মদন দা’। কিন্তু ছবিমুক্তির পর দর্শকদের উন্মাদনা দেখে খুশিতে ডগমগ তিনি।
কথায় কথায় আরও বেশিবার উচ্চারিত হচ্ছে ভাইরাল ডায়লগ। ছবি রিলিজের পর জেল্লাদার ধুতি পাঞ্জাবি পরে বিধানসভায় হাজির হয়েছিলেন মদন মিত্র। সবার অভিনন্দন শুনে, হালকা হেসে বললেন ‘ওহ লাভলি’! আমজনতার রিয়্যাকশনে কতটা খুশি হয়েছেন তিনি? মদন মিত্র বললেন, “লোকের উন্মাদনা দেখে মনে হচ্ছে যেন শোলে রিলিজ করেছে।”
প্রসঙ্গত, সিনেমায় নায়িকার বাবার চরিত্রে অভিনয় করেছেন মদন মিত্র। তাঁর চরিত্রের নাম সুবিমল রায়। ছবিতে নায়কের ভূমিকায় ঋক ও নায়িকার ভূমিকায় রাজনন্দিনী। এদিকে নায়ক নায়িকার প্রেমে বাধ সাধছেন মদন দা! শেষমেশ কী হবে? সুবিমল রায় কী তাঁর মেয়ের বিয়ে দেবেন ঋকের সঙ্গে? জানতে হলে দেখতে হবে ‘ওহ লাভলি’। ছবি জুড়ে মদন দার আকর্ষণ আর পরপর ট্যুইস্ট। হলে হলে হাউসফুল ‘ওহ লাভলি’।