উত্তমকুমারের চরিত্রে নীল মুখার্জি! প্রথম লুক প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড়! কি বললেন অভিনেতা?

সমালোচনার ঝড় সামলে মুখ খুললেন সুজন নীল ভট্টাচার্য!

পূর্বাশা, হুগলি: চলতি সপ্তাহে মুক্তি পেতে চলেছে নতুন ছবি ‘যেতে নাহি দিবো’। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুজন নীল মুখার্জি। তিনি অভিনয় করছেন উত্তম কুমারের চরিত্রে। ছবিতে উত্তমকুমারের চরিত্রে সুজন নীল মুখার্জির লুক প্রকাশ পেতেই ওঠে তীব্র বিতর্কের ঝড়। এমনকি উত্তমকুমারের পরিবারের তরফেও অভিযোগ দায়ের করা হয়। একাধিক জটিলতা সামলে এবার মুখ খুললেন অভিনেতা স্বয়ং।

Tollywood,Movie,Sujan Neel Mukherjee,Controversy

এক সংবাদমাধ্যমের কাছে সুজন নীল মুখার্জি জানিয়েছেন, “উত্তম কুমারের চরিত্রে অভিনয় করাটা স্বপ্নের মতো। উত্তমবাবুর মতো অভিনয় কেউ করতে পারবেন না, তবে চরিত্রটিকে পর্দায় তুলে ধরার যে সুযোগ পেয়েছি, তা দিয়েই মহানায়ককে শ্রদ্ধাজ্ঞাপন করতে চাই।” সমালোচনা প্রসঙ্গে নীল মুখার্জি জানিয়েছেন, প্রত্যেক অভিনেতা ও অভিনেত্রীর জীবনে সমালোচনা থাকবেই। কিন্তু এই ঘটনায় মুষড়ে পড়লে হবে না। কারণ এটা শিল্পীর জীবনের একটা পার্ট।

Tollywood,Movie,Sujan Neel Mukherjee,Controversy

প্রসঙ্গত, ২০১৭ সালে ছবিটির শ্যুটিং শুরু হয়। ২০১৯ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা ওঠে। কিন্তু আইনি জটিলতার কারণে মাঝপথে বাধার সম্মুখীন হয় ছবিটি। তবে এবার সমস্ত জটিলতা কাটিয়ে মুক্তির পথে ‘যেতে নাহি দিবো’।




Leave a Reply

Back to top button