টলিপাড়ায় আয়ের দৌড়ে বাজিমাত করেছে কার ছবি? দেব, জিৎ না প্রসেনজিত? জেনে নিন
দেব, জিৎ ও প্রসেনজিতের মধ্যে টলিপাড়ায় সবচেয়ে বেশি আয়ের ছবি কার পকেটে?

পূর্বাশা, হুগলি: টলিপাড়ার তিন সুপারস্টার যথা দেব, জিত ও প্রসেনজিতের মধ্যে কার অভিনীত ছবির দর সবচেয়ে বেশি? অর্থাৎ এদের মধ্যে কার ছবি সবচেয়ে বেশি ইনকাম করেছে বলে জানা যায়? উত্তরে ধোঁয়াশা ছিল এতদিন। তবে সম্প্রতি একটি রিপোর্ট থেকে গোটা বিষয়টি খোলসা হয়ে গেল সিনে প্রেমীদের কাছে। সূত্রের খবর, টলিউডের আয়ের দৌড়ে প্রথম পাঁচটি মুভির জায়গা একাই দখল করে রেখেছেন টলি অভিনেতা দেব।
পরপর হিট ছবি। বাংলার হার্টথ্রব দেব মানেই হল মুখী দর্শক। এ যাবত প্রকাশ পাওয়া মুভিগুলির মধ্যে সর্বাধিক আয় করেছে দেব অভিনীত ছবি ‘আমাজন অভিযান’। দ্বিতীয় স্থানে ‘চাঁদের পাহাড়’। তৃতীয় স্থানে দেব-মিঠুনের যুগলবন্দি ‘প্রজাপতি’। চতুর্থ স্থানে ‘পাগলু’ আর পঞ্চম স্থানে রয়েছে ২০০৯ সালে দেব-শুভশ্রীর সর্বকালীন হিট ছবি ‘পরাণ যায় জ্বলিয়া রে’।
শুধু তাই নয়, এরপর নিজের প্রোডাকশন হাউস
(Dev Entertainment ventures) থেকে প্রকাশ পাচ্ছে একের পর এক হিট ছবি। ‘চ্যাম্প’, ‘কিশমিশ’, ‘ব্যোমকেশের’ আয়ের রেকর্ড মন্দ নয়। আবার এবারের পুজোয় আসছে দেব অভিনীত মুভি ‘বাঘাযতীন’। এরপর ‘প্রধান’, ‘বিনোদিনীর’ মতো হাই ডিমান্ড মুভি আসতে চলেছে পরপর।