‘আপনার ছবিতে ফেরাবেন দেব-শুভশ্রীকে?’ বিতর্কিত প্রশ্নের মুখে দিশেহারা রাজ চক্রবর্তী
পর্দায় ফের দেব-শুভশ্রী জুটিকে দেখতে চান দর্শক। রাজ কী সেই দায়িত্ব নেবেন?

একসময় টলিপাড়ার হিট কাপল ছিলেন দেব- শুভশ্রী (Dev Adhikari-Subhasree Ganguly)। দুজনের প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। অন্য দিকে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ছিলেন অভিনেত্রী মিমি (Mimi Chakraborty) -এর সঙ্গে সম্পর্কে। একসঙ্গে ঘুরতে যাওয়া, সময় কাটানোর পাশাপাশি টলি জগতের আলোচনার কেন্দ্রে ছিলেন তাঁরাও। তবে সময় এগোতে উল্টে পাল্টে গেল সবটা। দেব-শুভশ্রীর সম্পর্কে ভাঙন যেমন এল তেমনই রাজ-মিমির সম্পর্কেও পড়ল ছেদ। দুই বৃত্ত থেকে বেরিয়ে এসে রাজের সঙ্গে বিয়ে হল শুভশ্রীর। আর এখন তিনি ‘রাজ-ঘরণী’।
তবে, সম্পর্ক অতীত হলেও দেব-শুভশ্রীকে নিয়ে আলোচনায় ভাঁটা পড়েনি। এখনও তাঁদের ফ্যানেরা দুজনকে অনস্ক্রিন দেখতে আগ্রহী। তাই আজও কথায় কথায় ওঠে দুজনের নাম। তবে সম্প্রতি এই বিতর্কিত প্রশ্নে অস্বস্তির মুখে পড়তে হল পরিচালক রাজকে। এক সাংবাদিক পরিচালককে প্রশ্ন করে বসেন, দেব-শুভশ্রী জুটিকে পর্দায় ফিরিয়ে আনবেন নাকি তিনি। এহেন প্রশ্নের উত্তরে কিছুটা বিচলিত হলেও পরিচালক জানান, আপাতত তিনি তাঁর ডেবিউ ওয়েব সিরাজ ‘আবার প্রলয়’ নিয়ে ব্যস্ত। ভবিষ্যতে কী করবেন, তা পরে ভেবে দেখবেন।
কিছুদিন আগে অবধি দেব-শুভশ্রী বিতর্ক কিছুটা ধামাচাপা পড়লেও এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেবের হাত থেকে শুভশ্রীর পুরস্কার নেওয়ার দৃশ্য দেখে আরও একবার অনস্ক্রিনে জুটিকে ফিরতে দেখার প্রত্যাশায় বসে অনুরাগীরা। আর এই প্রত্যাশা থেকেই শুভশ্রীর বর্তমান স্বামীর দিকে ধেয়ে এল বিতর্কিত প্রশ্ন। প্রসঙ্গত, কিছুদিন আগেই ইন্দোনেশিয়া থেকে ঘুরে এসেছেন রাজ-শুভশ্রী-ইউভান। ডিসেম্বরে ‘রাজশ্রীর’ সংসারে আসছে তাঁদের দ্বিতীয় সন্তান। আপাতত কাজের পাশাপাশি সন্তানের যত্নে মন দিয়েছেন ‘রাজ ঘরণী’ শুভশ্রী।