কাকে জড়িয়ে ছবি তুললেন যশ, তাহলে কী নুসরতের সঙ্গে সম্পর্কে ফাটল ধরল?

তবে দুজনেই তাঁদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে অস্বীকার করেছেন। এরই মাঝে যশকে দেখা গেল বেসুরো হতে। তাহলে কি নুসরত-যশের সম্পর্ক ভাঙবে।

শুভঙ্কর, কলকাতা: বাংলা টলিউড অন্যতম জনপ্রিয় জুটি তারা। অনেক বিতর্কের মাঝে একে অপরের হাত ধরেছিলেন যশ ও নুসরত। বিয়ের আগে সন্তান সম্ভাবাও হয়েছিলেন বাংলা সিনেমা জগতের অন্যতম প্রধান অভিনেত্রী নুসরত জাহান। তৃণমূল সাংসদ এই অভিনেত্রীকে দুর্নীতির দায়ে ইডি তলব করার ফলেই কি সরে গেলেন অভিনেতা যশ। কাকে জড়িয়ে ধরে ছবি তুললেন তিনি? তাহলে কি তাদের সম্পর্কে চিড় ধরল?

আমানতকারীদের টাকা নিয়ে তাদের ফ্ল্যাট না দেওয়ার অভিযোগ উঠেছে একটি সংস্থা বিরুদ্ধে। সেই সংস্থার ডিরেক্টর পদে থাকার জন্য দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন অভিনেত্রী নুসরত। শুধু তিনি নন আরও এক অভিনেত্রী রূপরেখাও এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ। তবে দুজনেই তাঁদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে অস্বীকার করেছেন। এরই মাঝে যশকে দেখা গেল বেসুরো হতে। তাহলে কি নুসরত-যশের সম্পর্ক ভাঙবে। না বিষয়টা একদমই তা নয়। বরং একটু মজার। অভিনেতা যশ খুব তাড়াতাড়ি ইয়ারিয়া ২ ছবির মাধ্যমে বলিউডে নিজের নাম লেখাতে চলেছেন। তার আগে একটি শান্ত প্রিয় হাতির সঙ্গে ছবি তুলেছেন তিনি। একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি হাতিটির সুর ধরে চুমু খাচ্ছেন। আর একটিতে সুর জড়িয়ে রয়েছেন যশ। এই মুহূর্তে ইয়ারিয়া ২ ছবি নিয়ে চরম ব্যস্ত টেলিভিশন দিয়ে অভিনয় জীবন শুরু করা এই নায়ক। ৭ সেপ্টেম্বর শহরে এসেছেন দিব্যা খোসলা। যিনি এই ছবিতে যশের সঙ্গে কাজ করেছেন। তাকে নিয়েও একসঙ্গে ঘুরতে দেখা গেছে যশকে। সহ অভিনেত্রীকে কলকাতার হলুদ ট্যাক্সিতে চাপিয়ে শহর গড়িয়েছেন। কালীঘাটের মন্দিরে পুজো দিয়েছেন একসঙ্গে। আগামী ২০ অক্টোবর পুজোর সময় রিলিজ হবে যশের প্রথম হিন্দি ছবি ইয়ারিয়া ২।

Yash Dasgupta,Nusrat Jahan,ED,elephant.

এখন দেখার বিষয় এটা বাংলার গণ্ডি ছাড়িয়ে জাতীয় পর্যায়ে কেমন কামাল দেখাতে পারে এই অভিনেতা। বাংলা থেকে প্রচুর নায়ক-নায়িকা নিজের ভাগ্য পরীক্ষা করিয়েছেন বলিউডে। অনেকে টিকতে পেরেছেন অনেকে পারেননি। যশ প্রথম ছবিতে কতটা সফল হতে পারেন সেটাই দেখার।




Leave a Reply

Back to top button