স্বাধীনতা দিবস পালনে হাজির রাজ-শুভশ্রীর ইউভান

অনেক রক্তপাত সংগ্রামের পর এই দিনটি পেয়েছে ভারত। সংগ্রামীদের উদ্দেশ্যে সম্মানিত জানাতেই হবে। তাই বাবা-মায়ের সঙ্গে সেও হাজির।

শুভঙ্কর, কলকাতা: পরনে সাদা, পাজামা পাঞ্জাবি। বুকে লাগানো জাতীয় পতাকার ব্যাচ। হাতে জাতীয় পতাকা। খুদে হাতে স্যালুট করছে সে। পিছনে মাথা উঁচু করে উঠছে জাতীয় পতাকা। গান চলছে ‘ওয়াতান ওয়াতান মেরে আবাদ রাহে তু’। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন টলিউডের তারকা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যে বাচ্চা ছেলেটিকে দেখা যাচ্ছে সে হল রাজ আর শুভশ্রীর পুত্র ইউভান। মাত্র তিন বছর বয়স তার। তবে তাতে কি আজকে যে স্বাধীনতা দিবস। অনেক রক্তপাত সংগ্রামের পর এই দিনটি পেয়েছে ভারত। সংগ্রামীদের উদ্দেশ্যে সম্মানিত জানাতেই হবে। তাই বাবা মায়ের সঙ্গে সেও হাজির।

Yuvaan in independence day,Raj chakraborty,Subhashree Ganguly,independence day,Tollywood

২০১৮ সালের ১১ মে দক্ষিণ চব্বিশ পরগণার বাওয়ালি রাজবাড়িতে মহা ধুমধামে বিয়ে হয় অভিনেত্রীর শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তীর। এরপর ২০২০ সালে দ্বিতীয় বিবাহ বার্ষিকীর সময় প্রথম সন্তান উভানের আসার কথা ঘোষণা করেন এই তারকা দম্পতি। সেই বছরই ডিসেম্বর মাসে তাঁদের ঘরে জন্ম নেয় পুত্র সন্তান। তারা নাম রাখেন ইউভান। দেখতে দেখতেই তিন বছর হয়ে গেছে ইউভানের। এরই মধ্যে দ্বিতীয় সন্তান আসার খবর জানিয়েছেন রাজ ও শুভশ্রী। মনে করা হচ্ছে ডিসেম্বরেই তাঁদের কোল আলো করে আসতে পারে দ্বিতীয় সন্তান। সবকিছু ঠিকঠাক থাকলেই বছর শেষে দাদা হবে ইউভান। স্কুলের গণ্ডি পেরিয়ে সে এখন ভর্তি হয়েছে পরবর্তী ধাপে। মাঝে মাঝে মা-বাবার সঙ্গে শ্যুটিং সেটেও চলে যায় সে। আবার প্রলয়ের সেটেই বেশ কয়েকবার খুনসুটি করতে দেখা গেছে ইউভানকে।

মাতৃত্বের প্রসঙ্গে সম্প্রতি শুভশ্রী জানিয়েছেন, এটা কোন রোগ নয়। তিনি সুস্থ আছেন। বরং দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন তিনি। ডক্টরের পরামর্শ মেনে যতদিন শরীর দেবে ততদিন কাজ করে যাবেন। তবে দ্বিতীয় সন্তানের জন্মের পর হয়তো খানিক বিরতি নেবেন। তবে ছেলেকে বড় করার সময়তেও পাশে পেয়েছেন পরিবারের সকলকে। এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় তাঁরা।




Leave a Reply

Back to top button