নয়া কাহিনী নিয়ে আসছে জি বাংলা, দর্শকদের ভালোবাসা নাকি ট্রোলের শিকার হবে ‘মিলি’ ?

নতুন প্রোমো প্রথম ঝলকেই দর্শকের মন আকৃষ্ট করতে বেশ পেরেছে..

দেবশ্রী, কলকাতা: একের পর এক নতুন নতুন সিরিয়াল নিয়ে হাজির হচ্ছে জি বাংলা, যার দরুণ ঝাঁপ পড়ছে পুরানো সিরিয়াল গুলিতে। কিন্তু সব সিরিয়াল এর প্রথমে প্রোমোতে একটি প্রমিসিং কাহিনীর কথা বললেও তা সময়ের সাথে সেই একঘেয়েমি কাহিনীতে গিয়ে দাঁড়ায়। আর এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে সিরিয়ালে কোনো রকম কিছু অবাস্তব বা নিন্দাজনক দেখা গেলেই দর্শক তা নিয়ে সরব হন। যার জেরে অনেক সময় গল্পকে তো ট্রোল হতে দেখাই যায় সাথে সেই সিরিয়ালের অনেক চরিত্র গুলিও ট্রোলড হন। সম্প্রতি একটি নতুন সিরিয়ালের প্রোমো দেখা গেছে জি বাংলা চ্যানেল এর অফিশিয়াল পেজে। এই মেগা ধারাবাহিকের হাত ধরেই আবার কামব্যাক করছেন ‘আলতা ফড়িং’ খ্যাত অভিনেত্রী খেয়ালী মন্ডল।

Mili,mili serial,Zee bangla,kheyali mondal,kheyali mandal,anubhav kanjilal,serial
এই নতুন প্রোমো প্রথম ঝলকেই দর্শকের মন আকৃষ্ট করতে বেশ পেরেছে। ধারাবাহিকের এই কাহিনীতে যে বেশ নতুন ঝলক দেখতে পাওয়া যাবে তেমন টাই আশা করা যাচ্ছে। এখানে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে খেয়ালী মন্ডল ও অনুভব কাঞ্জিলাল কে, আর তাদের সাথে থাকছেন ধ্রুবজ্যোতি সরকার। অর্থাৎ এক নায়িকা ও তার দুই নায়ক। তাহলে প্রশ্ন দাঁড়ায় এই কাহিনীও কী সেই আর পাঁচটা গল্পের মতো হয়ে যাবে, কেবল চমক প্রোমোতেই আটকে থেকে যাবে ? গল্পের প্লট প্রথমে অন্য কাহিনী বললেও তা একটা সময়ের পর সেই একঘেয়েমি তে রূপান্তরিত হয়, তাহলে এই কাহিনীর ভবিতব্য কী তাই হতে চলেছে ?

Mili,mili serial,Zee bangla,kheyali mondal,kheyali mandal,anubhav kanjilal,serial

এই নতুন ধারাবাহিকের নাম ‘মিলি’, যেখানে প্রোমোতে প্রথমে দেখা যাচ্ছে ধ্রুবজ্যোতি অর্থাৎ মিলির মনের মানুষ রাহুলের সাথে তার বিবাহের অনুষ্ঠান চলছে। তবে শুভদৃষ্টি হয় অন্য এক নায়ক সূর্যের সাথে। বিবাহের আসর থেকে মিলিকে নিয়ে পলাতক হয় সূর্য। নিজের জ্ঞান ফিরে পেয়ে খেয়ালী ওরফে মিলি নিজেকে আবিষ্কার করে একটি গাড়ির মধ্যে, সে সূর্যকে নানান প্রশ্নে বিঁধতে শুরু করে, তবে সূর্য কেবল জানায় সে তাকে অনেক বড় সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছে।

এই প্রোমো দেখার পর মানুষ তা পছন্দ করলেও তা কতদিন পছন্দের তালিকায় বজায় থাকবে সেটা বলা মুশকিল। কারন ভালোবাসার মেগা ধারাবাহিক যে কখন ট্রোল এর শিকার হয়ে যায় তা বোঝা যায় না। সুতরাং এই ‘মিলি’ মানুষের ভালোবাসা পাবে নাকি তাকেও ট্রোল এর সম্মুখীন হতে হবে সেটা সময় ই বলে দেবে।




Leave a Reply

Back to top button