Jagaddhatri Serial : সিনেপাড়া দিয়ে শুরু যাত্রা, জানেন কি ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের অভিনেত্রীর আসল পরিচয়?

নেহা চক্রবর্ত্তী, কলকাতা : জি বাংলায় খুব শীঘ্রই শুরু হবে জগদ্ধাত্রী ধারাবাহিক। এক অঙ্গে মায়ের কত রূপ সেই প্রসঙ্গ নিয়েই ছোট পর্দার দর্শকের সামনে পরিবেশিত হবে ধারাবাহিকের এই গল্প। দুর্গার বোধনের আগেই হবে টেলিভিশনের পর্দায় জগদ্ধাত্রী ধারাবাহিকের বোধন( Zee Bangla Serial) । ইতিমধ্যেই জি বাংলা চ্যানেলের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে আপলোড করা হয়েছে নতুন ধারাবাহিক জগদ্ধাত্রীর প্রোমো।
উল্লেখ্য, জগদ্ধাত্রীর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সদ্য টলিউডে পা রাখা নায়িকা অঙ্কিতা মল্লিকা ( Ankita Mallicka )। এছাড়াও রয়েছে ছোট পরিচিত মুখ সৌম্যদ্বীপ মুখোপাধ্যায়( soumodeep Mukhopadhyay )। অঙ্কিতা মল্লিকা পেশায় মডেল। এই প্রথম তিনি কোনও ধারাবাহিকে কাজ করছেন।তন্তুজ সহ একাধিক শাড়ির বিজ্ঞাপনের মুখ ছিলেন অঙ্কিতা। অন্যদিকে সৌম্যদ্বীপ এর আগে কাজ করেছেন ‘ত্রিশূল’ নামক এক সিরিয়ালে।
পাশাপাশি প্রোমোতে দেখানো হচ্ছে সৌম্যদ্বীপ এবং অঙ্কিতা বাল্য বন্ধু। এটুকু স্পষ্ট যে তাঁরা দুজনেই বাল্যবন্ধু। হিরোর তরফে প্রেম রয়েছে তবে হিরোইন কিন্তু শুধু বন্ধু বলেই মনে করছেন। এবার দেখা যাবে ধারাবাহিকে যে কোন দিক মোড় নেয় এই সম্পর্কের। অন্যদিকে প্রোমোতে ফুটে উঠেছে জগদ্ধাত্রীরে চরিত্র। ঘরোয়া, সাধারণ মেয়ে জগদ্ধাত্রী তবে ভীষণ ভীতু। প্রথমবার পুজোর জোগাড়ের দায়িত্বে রয়েছে সে। সব কাজ সামলাতে প্রায় হিমসিম খাচ্ছেন। আবার অন্যদিকে নায়ক ব্যস্ত হয়ে পড়েছে কাছের মানুষের ছবি তুলতে। তারপর দেখা গেল গল্পে অন্য মোড়। জগদ্ধাত্রীকে পুজোর জন্য গঙ্গাজল আনবার কথা বলা হলেই তাঁর ফোনে আসে একটি অ্যালার্ট, লেখা ‘গঙ্গাজল’। এরপরই শাড়ি আর স্নিকার্স পরেই দৌড় দেয় সে।
এছাড়াও জগদ্ধাত্রীর অন্য এক রূপ দেখা যাচ্ছে প্রোমোতে। তিনি স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার। গুণ্ডাদের হাত থেকে কিডন্যাপ হওয়া কাঁকন আর তাঁর মা-কে বাঁচাতে গঙ্গাবঙ্গে ছুটে যায় জগদ্ধাত্রী। এরপর স্ট্রিমারের উপরই তাঁর অ্যাকশন। তবে কেমন হবে ধারাবাহিকের গল্প। সিরিয়াল শুরু হওয়ার পরই তা জানা যাবে। প্রযোজক স্নেহাসিশ চক্রবর্তী পরিচালিত ধারাবাহিক জগদ্ধাত্রী-তে অঙ্কিতা মল্লিকাকে দেখা যাবে ক্রাইম ব্রাঞ্চের অফিসারের চরিত্রে।