যীশুকে সরিয়ে সারেগামাপা-র মঞ্চে আবির! শেষ পরিচালনা, প্রকাশ নতুন পর্বের দিন ক্ষণ

রাখী পোদ্দার, কলকাতা : ক্রমশ শেষের পথে এগিয়ে চলেছে ‘দাদাগিরি’র নবম সিজন ( Dadagiri Season 9)। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তার পরই টিভির ছোটো পর্দায় সম্প্রচারিত হবে দাদাগিরির গ্ৰ্যান্ড ফিনালে। শেষ পর্বে দর্শকদের জন্য থাকবে বেশ কিছু চমক। যা নিয়ে বেশ উৎসাহিত দর্শক মহল। তবে দাদাগিরির এই সিজন শেষ হয়ে যাওয়ার দরুন মন ভারি হয়ে উঠেছে দর্শকদের। তবে আর মন ভারি নয়। খুব শীঘ্রই জি বাংলায় আসতে চলেছে জনপ্রিয় গানের রিয়েলিটি শো সারেগামাপা ( Saregamapa)। ইতিমধ্যেই সম্প্রচারের তারিখও ঠিক করা হয়ে গেছে চ্যানেলের কর্তৃপক্ষ থেকে।

সারেগামাপার ( Saregamapa) এই নতুন সিজনেও সঞ্চালনার দায়িত্বে থাকবেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় ( Abir Chatterjee)। পর্দায় উপস্থাপনার জন্য জোড়কদমে প্রস্তুতি চলছে ইতিমধ্যেই। এমনকি অডিশন নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বহু আগে থেকেই। ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে বেশ কয়েকটি প্রোমো। যা নিয়ে রীতিমতো বেশ উত্তেজিত দর্শকরা।

আরও পড়ুন :“পুষ্পা ঝুঁকগা নেহি!”, ডায়লগে দর্শক মাতিয়ে ইস্মার্ট জোড়ির মঞ্চে পুষ্পা সাজে শ্রীময়ীর অনিন্দ্য

picsart 22 05 30 16 22 11 349
আবির চট্টোপাধ্যায়

তবে এখন প্রশ্ন হল এই যে গানের এই মহাযুদ্ধের লড়াই শুরু হবে কবে থেকে? কখনোই বা থাকবে এর টাইম স্লট? সাম্প্রতিক একটি ভিডিওতে জানা গিয়েছে, বিচারকের ভূমিকায় থাকছেন রিচা শর্মা ( Richa Sharma), পন্ডিত অজয় চক্রবর্তী ( Pandit Ajay Chakraborty), শ্রীকান্ত আচার্য ( Srikanth Acharya) এবং শান্তনু মৈত্ররা ( Shantanu Maitra)। এছাড়াও মেন্টরের ভূমিকায় আগের বারের মতোই উপস্থিত থাকবে ইমন চক্রবর্তী ( Emon Chakraborty), রাঘব চট্টোপাধ্যায় ( Raghav Chatterjee), মনোময় ভট্টাচার্যের ( Manomay Bhattacharya) মতো সঙ্গীত শিল্পীরা। তবে জানা গিয়েছে তাঁদের সাথে এই সিজনে থাকবে জোজোও ( Jojo)। ইতিমধ্যেই প্রথম পর্বের শুটিং সেরে ফেললেন সকলে।

আরও পড়ুন : মৃত্যুর পরও অটুট মায়ের প্রতি ভালোবাসা! ডায়েরির শেষ পাতায় এখনও জ্বলজ্বলে নামটা

এখন প্রশ্ন হল এই রিয়েলিটি শোয়ের সম্প্রচারের তারিখ। দাদাগিরির নবম সিজনের গ্ৰ্যান্ড ফিনালের তারিখ ইতিমধ্যেই জানানো হয়ে গিয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে। ৫ই জুন রাত ৮টা থেকে জি বাংলায় ( Zee Bangla) সম্প্রচারিত হবে এই রিয়েলিটি শোয়ের শেষ পর্ব। অর্থাৎ তার পরেই, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই জি বাংলায় শুরু হবে সারেগামাপার ( Saregamapa) নতুন সিজন। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তার পরই আপনিও সাক্ষী হতে চলেছেন সঙ্গীতের এই মহাযুদ্ধের।




Leave a Reply

Back to top button