Mithai: ময়ূরের পেখমের মতোই সুন্দর সে! বৃষ্টির মধ্যে কোমড় দুলিয়ে মিঠাইয়ের নাচ প্রেমে ফেলবে আপনাকেও

মন্টি শীল, কলকাতা: সম্প্রতি টলিউডের এই অভিনেত্রী ইতিমধ্যেই টেলিভিশন জগতে এক বিশেষ পরিচিত গড়ে তুলেছেন। এক কথায় বলা চলে খুব স্বল্প সময়ের মধ্যেই তাঁর অসাধারণ অভিনয়ের দরুন টেলিভিশন জগতে একজন প্রথম শ্রেনীর অভিনেত্রী হিসেবে বিবেচিত হয়েছেন। তাঁর অভিনিত জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘মিঠাই’ তাকে এই পরিচিতি গড়ে তুলতে সহায়তা করেছে। হ্যাঁ তিনি আর কেউ নন, সকলের প্রিয় মিঠাই রানি ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ( Soumitrisha Kundu )। জানা গিয়েছে এই টেলি অভিনেত্রী তাঁর কেরিয়ারের সূচনা করেছিলেন একজন মডেল হিসেবে।
এরপর সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ( Soumitrisha Kundu ) যোগ দেন বাংলা টেলিভিশনের জগতে। জানা গিয়েছে, এই টেলি অভিনেত্রী ( Soumitrisha Kundu ) তাঁর কেরিয়ারের শুরুর দিকে একাধিক বাংলা ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। এরপর অভিনেত্রীকে সর্বপ্রথম মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে, ‘সান বাংলা’র পর্দায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কনে বউ’-তে। আর সেখান থেকেই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ( Soumitrisha Kundu ) সুযোগ পান জি বাংলা ( Zee Bangla ) পর্দায় সম্প্রচারিত ধারাবাহিক মিঠাই ( Mithai )-তে অভিনয় করার।
যা তাকে এই মূহুর্তে কেরিয়ারের সফলতার একেবারে শীর্ষে নিয়ে যেতে সহায়তা করেছে। এমনকী বাংলাল ঘরে ঘরে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ( Soumitrisha Kundu ) পরিচিতি মিঠাইরানি নামেই। তবে সম্প্রতি এই টেলি অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাবে ভাইরাল হলেন। যা দেখার পর রীতিমতো মুগ্ধ হয়েছেন সমগ্র নেটদুনিয়া। ইদানিং অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ( Soumitrisha Kundu ) তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি রিলস ভিডিও পোস্ট করেছেন।
View this post on Instagram
যাতে অভিনেত্রীকে দেখা গিয়েছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অভিনেত্রী তুমুল নাচ করছেন। আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে একটি জনপ্রিয় বলিউড সিনেমার গান। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওটি দেখা মাত্রই রীতিমতো মুগ্ধ হয়েছেন অভিনেত্রীর অনুরাগী মহল। রিল জগতের প্রাণবন্ত এবং হাসিখুশি মিঠাই রানির বাস্তব জগতের সৌমিতৃষা কুন্ডু ( Soumitrisha Kundu ) এর মধ্যে অনুরাগীরা এক অদ্ভুত মিল খুঁজে পেলেন এই ভিডিও মারফত। আর এই ভিডিও টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন রকমের ইতিবাচক মন্তব্য আসতে শুরু করেছে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ( Soumitrisha Kundu )-র উদ্দেশ্যে।