মহাবিপদে মিঠাই পরিবার! শ্যুটিংয়ের মাঝে যেন মৃত্যুর সম্মুখীন টেসবুড়ি, চিন্তায় মিঠাই অনুরাগীরা

অহেলিকা দও, কলকাতা : মিঠাই ( Mithai ) সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। টিআরপি ওঠা নামা করলেও সবার ঘরে ঘরে যেন নাম শোনা যায় মিঠাই-এর। আট থেকে আশি সকলের প্রিয় হয়ে উঠেছে মিঠাই। এমনকি আনন্দের মধ্যে সবসময় মেতে থাকে মোদক পরিবার। সকলের জন্য মিঠাই ( Mithai ) সিরিয়ালের জনপ্রিয়তা যেন তুঙ্গে। এর মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা।

বেশ কিছুদিন আগে সকলের প্রিয় মিঠাই ( Mithai ) আর তাঁর পরিবার বড় বিপদের মুখে পড়েছিল। মোদক পরিবারের উপর আচমকাই নেমে এসেছিল বিপত্তি। কলকাতার ভারত লক্ষ্মী স্টুডিয়োয় ঘটে গেছিল ভয়াবহ দুর্ঘটনা। কালবৈশাখী ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছিল মিঠাইয়ের সেট। আর যাতে করে বড়সর দুর্ঘটনার হাত থেকে একটুর জন্য বেঁচেগেছিলেন সিরিয়াল মিঠাইয়ের কলাকুশলীরা। ফের দুর্ঘটনা ঘটলো সেটে।

Mithai Bengali Serial

কোনোরকম প্রচার ছাড়াই পরপর টপার হয়ে যাচ্ছে মিঠাই। বর্তমানে ধারাবাহিকে ( Mithai ) খুব সুন্দর সুন্দর পর্ব চলছে। এখন ছেলে আর মেয়ে দুই ভাগ হয়ে গেছে মোদক পরিবারে। জামাইরা সবাই বাড়িতে চলে এসেছে আর রুদ্রদাও এসে গেছে। ললিতা আন্টির কারণে ঠাম্মি দাদাইয়ের উপর রেগে আছে আর দাদাই কোনোভাবে বলে দিয়েছে যে, মেয়েরা যত নষ্টের গোড়া। ব্যস আগুনে ঘি পড়েছে ঠাম্মির পরিবারের সকল মেয়েকে নিয়ে খাবার আরও যা ছিল সব নিয়ে উপরে চলে গেছে।

Mithai Bengali Serial

ছেলেরা বারবার বলছে যে আমরা মোচ্ছব করব, অর্ডার দেবো বাইরে থেকে আর খাব। যদিও সিডি বয়ের এসব ভালো লাগছে না। সে তো মিঠাই রানীকে চোখে হারায়। তার ভাগাভাগিতে একটুও পার্টিসিপেট করার ইচ্ছা ছিল না কিন্তু দাদাই আর রাজীবদা তো রয়েছে তাই কোনোভাবেই না করতে পারলো না সিড। তাই মিঠাই যখন উপরে চলে যাচ্ছিল সে হাঁ করে মিঠাইয়ের দিকে তাকিয়ে ছিল।

এর মধ্যে মিঠাইয়ের ( Mithai ) সেটে ঘটে গেল বড় অঘটন। হাত পুড়ে গেল তোর্সার। তার ডান হাতের অনেকটা অংশ পুড়ে গেছে এবং সেই ছবি তোর্সা অর্থাৎ ত্বন্নি লাহা রায় নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। সঙ্গে সঙ্গে তার হাতে পেস্ট লাগানো হয়েছে তবে তার এই চোট লাগা ছবি দেখে সকলের খারাপই লাগছে। প্রথমবার টেসবুড়ির জন্য মন খারাপ হচ্ছে সকলের।




Leave a Reply

Back to top button