তবে আবার কি সেরার সেরা মিঠাই? কী বলছে এই সপ্তাহের TRP লিস্ট

অহেলিকা দও, কলকাতা : গত কয়েক সপ্তাহের চেয়ে এইবার সামান্য বেড়েছে বাংলা সিরিয়ালের টিআরপি ( TRP List )। কে থাকবে আগে আর কে থাকবে পিছনে তা জানতেই আগ্রহী দর্শকরা। স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ এক চুলও জায়গা ছাড়তে রাজি নন। টিআরপি তালিকায় বাজিমাত করেছিল সকলের প্রিয় মিঠাই রানি। তবে সেই রাজত্ব ধরে রাখতে পারেননি মিঠাই ( Mithai ) । তবে প্রথম তিন-এ নিজের জায়গা ধরে রেখেছেন মেগা সিরিয়াল মিঠাই। কয়েক সপ্তাহ ধরেই টিআরপি ( TRP List ) তালিকায় এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিক। তবে চলতি সপ্তাহে সেরা মুকুট ছিনিয়ে নিল কে?
টিআরপি ( TRP List ) তালিকায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে জি বাংলা অন্যদিকে স্টার জলসার হাড্ডাহাড্ডি টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য আগ্ৰহী দর্শকরা। ফের সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ ( Gaatchora )। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় বড় চমক এসেছে। একমুহূর্তে যেন সবকিছু যেন ওলট-পালট হয়ে গেছে। চলতি সপ্তাহে ৮.৫ পয়েন্টে স্টার জলসার ধারাবাহিক ‘গাঁটছড়া’। অন্যদিকে একচুল পিছিয়ে ৮.১নম্বরে দ্বিতীয় স্থানে রয়েছে ‘মিঠাই’ ও ‘ধুলোকণা’। চলতি সপ্তাহের টিআরপি-তে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ‘মিঠাই’ ও ‘ধুলোকণা’। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।
প্রথম স্থানে ( TRP List ) রয়েছে গাঁটছড়া রয়েছে ৮.৫ পয়েন্টে। দ্বিতীয় স্থানে রয়েছে মিঠাই আর ধুলোকণা ৮.১ পয়েন্টে। তৃতীয় স্থানে রয়েছে গৌরি এলো ৭.৮ পয়েন্টে। চতুর্থ স্থানে রয়েছে আলতা ফড়িং ৭.৭ পয়েন্টে। পঞ্চম স্থানে রয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ৬.৯ পয়েন্টে। ষষ্ঠ স্থানে রয়েছে মন ফাগুন এবং আয় তবে সহচরী ৬.৬ পয়েন্টে। সপ্তম স্থানে রয়েছে পিলু এবং অনুরাগের ছোঁয়া ৬.১ পয়েন্টে। অষ্টম স্থানে রয়েছে লালকুঠি এবং বৌমা একঘর ৪.৬ পয়েন্টে। নবম স্থানে রয়েছে এই পথ যদি না শেষ হয়, গোধূলি আলাপ এবং সর্বজয়া ৪.৫ পয়েন্টে। দশম স্থানে রয়েছে গঙ্গারাম ৩.৯ পয়েন্টে।
আরও পড়ুন…দিন শেষে জুটেছে শুধুই অপমান! সকাল থেকে দাঁড়িয়েও কাজ মেলেনি জিতু’র
এই সপ্তাহে ( TRP List ) একগুচ্ছ সিরিয়াল একই রেটিং পয়েন্ট পাওয়ায় সেরা দশে জায়গা করে নিয়েছে মোট ১৭টি সিরিয়াল।
আরও পড়ুন…পিছিয়ে গেল ‘ধূলোকনা’! ‘মিঠাই’ ও ‘গাঁটছড়া’-র মধ্যে কে এল শীর্ষে, রইল এই সপ্তাহের TRP তালিকা