টিআরপির তালিকা প্রকাশ, কোন সিরিয়াল এক নম্বর স্থান দখল করল কী ফল করল ‘ অনুরাগের ছোঁয়া’

শেষ প্রকাশিত টিআরপি লিস্টে দেখা গিয়েছিল অল্প কিছু ব্যবধানে অনুরাগের ছোঁয়া বাংলা সিরিয়ালের সেরা ১০ তালিকায় দ্বিতীয় স্থানে নেমে যায়। প্রথম স্থানে উঠে আসে ‘জগদ্ধাত্রী’। তবে এইবারের লিস্টে ঘটেছে।

শুভঙ্কর, কলকাতা: আজ বৃহস্পতিবার, আজকের দিনটা আসলেই বাংলা টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিক সিরিয়ালগুলোর টিআরপি লিস্ট চলে আসে দর্শকদের সামনে। এই লিস্টের সাহায্যে দর্শকরা জানতে পারেন তাদের প্রিয় সিরিয়াল কত নম্বর স্থান দখল করে নিয়ে আছে। বাংলা সিরিয়ালের অন্যতম দুটি প্রধান জনপ্রিয় চ্যানেল হচ্ছে জি বাংলা এবং স্টার জলসা। আজকের দিনে এই দুই চ্যানেলের সিরিয়ালগুলোর মধ্য কে প্রথম স্থান অধিকার করেছে তা নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়। এই টিআরপি রিপোর্টের মাধ্যমে পুরোপুরি পরিষ্কার ধারণা না পাওয়া গেলেও একটি আংশিক চিত্র দর্শকদের সামনে উঠে আসে। অনেকদিন ধরেই বাংলা সিরিয়ালে  ‘অনুরাগের ছোঁয়া’ রাজত্ব করার পর গতবার তার স্থান দ্বীতিয় হয়। এইবার তার কী পরিবতন হল। জগদ্ধাত্রী  নিজেকে টিআরপির লিস্টে কোন জায়গায় রাখতে পারল দেখা যাক।

শেষ প্রকাশিত টিআরপি লিস্টে দেখা গিয়েছিল অল্প কিছু ব্যবধানে করল ‘ অনুরাগের ছোঁয়া’ বাংলা সিরিয়ালের সেরা ১০ তালিকায় দ্বিতীয় স্থানে নেমে যায়। প্রথম স্থানে উঠে আসে ‘জগদ্ধাত্রী। নবাগতা অঙ্কিতার মোহে মোজেছেন বাংলার দর্শকরা। তবে এইবারের লিস্টে প্রথম স্থান ফিরে পেয়েছে অনুরাগের ছোঁয়া। ৮.২ পয়েন্ট নিয়ে প্রথম স্থান এ ফিরে এসেছে তারা। অন্যদিকে মাত্র ০.১ পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে জগদ্ধাত্রী। এরপরেই তৃতীয় স্থানে রয়েছে সবার আদরের ফুলকি। এই সিরিয়ালের পয়েন্ট ৭.৬। এরপরে চতুর্থ স্থানে সবাইকে অবাক করে দিয়ে উঠে এসেছে জি বাংলার রাঙ্গা বউ। এবারের তালিকায় ৭.২ পয়েন্ট পেয়ে ফাটিয়ে দিয়েছে রাঙা বউ। এরপরের স্থানে রয়েছে সন্ধ্যা তারা। এইতো গেল এই পাঁচটা সিরিয়ালের তালিকা। বাকিরা তাহলে কোন স্থানে দেখে নেওয়া যাক। ছয়‌ নম্বর স্থানে আছে নিম ফুলের মধু। তার সংগ্ৰহ পয়েন্ট ৬.৬। এরপরে সপ্তম স্থানে আছে বাংলা মিডিয়াম। এই সিরিয়ালের সংগ্রহ করা পয়েন্ট হল ৬.৫। টিআরপির তালিকায় অষ্টম স্থানে রয়েছে হরগৌরী পাইস হোটেল। তার পয়েন্ট ৬.৪। এর নবম স্থানে আছে খেলনা বাড়ি সিরিয়াল। তার পয়েন্ট – ৬.৩। এরপরের যুগ্মভাবে দশম স্থানে রয়েছে কার কাছে কই মনের কথা ও  তুঁতে। তাদের পয়েন্ট হলো – ৫.৯।

Target Rating Point,Star Jalsha,Zee Bangla,TRP Report,Anurager Chhowa,Jagadhatri,Phulki,Bengali serial

বর্তমানে এই টিআরপি তালিকার জেরে অনেকগুলো সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছে। প্রথম দশের তালিকার মধ্যে না থাকতে পারলে চ্যানেলের পক্ষ থেকে ছুরি চালিয়ে দেওয়া হয়। চ্যানেলগুলো টিআরপি এর তালিকা ধরে রাখতে সিরিয়ালে বিভিন্ন টুইস্ট নিয়ে আসে। এবারের টিআরপি তালিকায় অনুরাগের ছোঁয়াকে জায়গা ছেড়ে দিতে হলো জগদ্ধাত্রীর। এখন দেখার অপেক্ষায় আগামী টিআরপি তালিকায় কী হয়।




Leave a Reply

Back to top button