কোন সিরিয়াল ফেলতে পেরেছে প্রভাব? বুঝিয়ে দিল টিআরপি তালিকা
এখন অধিকাংশ সিরিয়ালই ফ্যামিলি ড্রামা এবং অল্প সংখ্যক রিয়ালিটি শো। তবে যাই হোক না কেন, লেগে রয়েছে কম্পিটিশন।

কলকাতা: বাঙালি মানেই টিভি প্রেমী মানুষ। একটু পরিষ্কার করে বলতে গেলে সিরিয়াল প্রেমী। ছোটবেলা থেকে সিরিয়াল দিয়েই বড় হয়ে ওঠা বাঙালির। যদিও সেই সময় সিরিয়ালগুলির ধারা অন্যরকম ছিল এবং এক ধরনের বিনোদনও ছিল। এখন ঘরে ঘরে ‘জি বাংলা’ ও ‘স্টার জলসা’। দুপুর হোক কি সন্ধ্যা, সর্বদাই মানুষ আটকে রয়েছে টেলিভিশন সেটে। সুতরাং, কম্পিটিশনে নেমেছে দুই চ্যানেলের সিরিয়ালগুলি। তবে এখন এই সিরিয়ালগুলি দুই ভাগে ভাগ হয়ে গেছে। আগে ফ্যামিলি ড্রামা, কমেডি সঙ্গীত, ভুতুড়ে, গোয়েন্দাগিরি, ইত্যাদি সবরকমই সিরিয়াল দেখা যেত। এখন অধিকাংশ সিরিয়ালই ফ্যামিলি ড্রামা এবং অল্প সংখ্যক রিয়ালিটি শো। তবে যাই হোক না কেন, লেগে রয়েছে কম্পিটিশন। তবে এখন একটি জিনিস খুবই জনপ্রিয় হয়েছে এবং একইসাথে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টিভি সিরিয়ালগুলির। সেটি হল ‘টিআরপি’, অর্থাৎ টেলিভিশন রেটিং পয়েন্ট। একে অপরকে টক্কর দেওয়ার জায়গাটা ঠিক এখানেই।
তবে আপনারা কি জানেন আপনাদের প্রিয় সিরিয়ালগুলি এখন দর্শক কতটা মেনে নিচ্ছে? চলুন জেনে নেওয়া যাক। ‘টিআরপি তালিকা’য় প্রথম দশে রয়েছে অনুরাগের ছোঁয়া (৮.৩), ফুলকি এবং নিম ফুলের মধু (৭.৬), জগদ্ধাত্রী (৭.৫), কার কাছে কই মনের কথা (৬.৯), জল থই থই ভালোবাসা (৬.৫), রাঙা বউ লাভ বিয়ে আজকাল এবং তুঁতে (৬.৪), হরগৌরী পাইস হোটেল এবং সন্ধ্যাতারা (৬.২), তোমাদের রাণী (৫.৫), ইচ্ছে পুতুল (৫.৪) এবং বাংলা মিডিয়াম (৫.৩)। এছাড়াও আরও অনেক সিরিয়াল রয়েছে তবে দর্শকদের মনে সেভাবে প্রভাব ফেলতে পারেনি।
অন্যদিকে রিয়ালিটি শোগুলির ক্ষেত্রে প্রথম পাঁচে রয়েছে দাদাগিরি (৬.৪), জলসা (৫.৯), ডান্স বাংলা ডান্স (৫.১), দিদি নাম্বার ওয়ান (২.৯) এবং ঘরে ঘরে জি বাংলা (১.৩)। এই ছিল টিআরপি তালিকার সেরা ফ্যামিলি ড্রামা ও রিয়ালিটি শো। এবার দেখার বিষয় এই সিরিয়ালগুলি নিজের দাপট বজায় রাখতে পারে কিনা। নাকি খুব শীঘ্রই তাদের টেক্কা দেবে নতুন কোন সিরিয়াল।