স্টার জলসার পথ চলা, কী করে এখনও বাংলার এক নম্বর চ্যানেল হয়ে উঠল এটি

প্রত্যুষা সরকার, কলকাতা: ২০০৮ সাল পুরনোকে বদলে নতুনের জয়গান গাইছিল বিশ্ব। ইতিহাস ( history ) সৃষ্টি করে সেই বছর যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ( president ) হতে চলা বারাক ওবামার নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান স্লোগান যেমন ছিল ‘চেঞ্জ উই ক্যান বিলিভ ইন’। জাপানে শুরু হয়েছিল ‘চেঞ্জ’ নামের একটি সাড়া জাগানো টিভি সিরিজ। একই ভাবে বাংলাতেও শুরু হয় ‘দিন বদল’ এর পথ। যাত্রা শুরু হলো বাংলার এক টিভি চ্যানেলের ( Star Jalsa )।
৮ সেপ্টেম্বর ২০০৮ সালে চালু হওয়া এই টিভি চ্যানেলটি টেলিভিশনে ধারাবাহিকে এনেছিল এক নতুন শো-ফরম্যাট এবং উপস্থাপন করেছিল নতুন গল্পের যা পশ্চিমবঙ্গ জুড়ে একটি বিশ্বস্ত দর্শকে আকর্ষণ করেছিল। পশ্চিমবঙ্গে এরকম বড়ো চ্যানেল মানেই আছে জি- বাংলা এবং স্টার জলসা ( Star Jalsa )। ভাবছেন এই দুটোর মধ্যে কোনটার কথা বলছি? নানা এত ভাবার কিছুই হয়নি এখনি সব স্পষ্ট হয়ে যাবে।
বাংলার দর্শকদের মনরঞ্জন করতে স্টার টিভি ও ফক্স ইন্টারন্যাশনাল চ্যানেলস নেটওয়ার্ক কর্তৃক পরিচালিত জন্ম হয়েছিল, নতুন এক বাংলা টিভি চ্যানেল স্টার জলসার ( Star Jalsa )। শুরু হওয়ার সাথে সাথেই এই চ্যানেলের ব্র্যান্ড স্লোগান ছিল “চলো পাল্টাই”। এই শিরোনামে অসাধারণ একটি থিম সং তৈরি করেছিল তারা, যেখানে সুরে সুরে বলা হয়েছিল,
‘চলো পাল্টাই
আজ ডাকছে তোমায় নতুন বাঙালি
চলো বদলাই
হোক পথেই লেখা পথের পাঁচালী…’
বলেই হয় এখানে পাল্টাই বলতে বাঙালির টিভি দেখার অভ্যাস কিংবা তাঁদের মানসিকতা পাল্টানোর কথাই বলা হয়েছে। কারন এর আগে কলকাতায় যেসব বিনোদন-নির্ভর চ্যানেল ছিল সেখানে সেই একঘেয়ে বউ-শ্বাশুড়ি-ননদের দ্বন্দ্ব নিয়েই চলত সিরিয়াল ( Star Jalsa )। এছাড়া অন্য কোনএ রিয়েলিটি শো হত না বললেই চলে। আর এর ফলে বাংলার শিক্ষিত, মধ্যবিত্ত ও রুচিবান বাঙালিদের কাছে নিজ ভাষার টিভি চ্যানেল মানে ছিল শুধুই নাক সিঁটকানোর বস্তু।
আর তাই বাঙালির জীবনে এই স্বাদই পাল্টে দিতে চেয়েছিল স্টার জলসা ( Star Jalsa )। স্টার জলসার এই পাল্টে দেয়ার স্লোগান কিন্তু মোটেই ফাঁকা বুলি ছিল না, সে কথা আজ পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি মানুষেরই জানা। একের পর এক বৈচিত্র্যময় সব অনুষ্ঠান দিয়ে তারা সাজিয়ে তুলেছিল তাদের চ্যানেলটিকে। এরপর শুরু হয় একের পর এক ধারাবাহিক দিয়ে তার পথ চলা। বাঙালি টিভি দর্শকরা যেহেতু বেশির ভাগই ছিল গৃহবধূ, তাই তাঁদের কথা ভেবে শুরু হয়েছিল ‘বউ কথা কউ’, ‘দুর্গা’, ‘এখানে আকাশ নীল’ ইত্যাদির মত সিরিয়াল গুলি। কিন্তু সেগুলোর কাহিনী ছিক চিরাচরিত বাংলা সিরিয়ালের থেকে একটু আলাদা।
আরও পড়ুন – “নিজের দোষেই কাস্টিং কাউচের শিকার হন অভিনেত্রীরা “, মল্লিকার মন্তব্য ঘিরে সরগরম বি টাউন
এরপর ২০১০ সালে ধারাবাহিক ‘মা’ সম্প্রচার হওয়ার পর স্টার জলসার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। টানা ৪ বছর চলেছিল এই ধারাবাহিক। এরপর থেকে একের পর এক অসাধারণ ধারাবাহিক এবং রিয়ালিটি শো- দিয়ে এখন বাংলার মানুষের মন জয় করে যাচ্ছে বাংলার এই চ্যানেল। শুরু থেকেই খুবই জনপ্রিয় ছিল এই চ্যানেল ( Star Jalsa )। একই ভাবে এখনও সকলের মন জয় করে পশ্চিমবঙ্গের এক নম্বর চ্যানেল হিসাবে দাঁড়িয়ে আছে স্টার জলসা।
আরও পড়ুন – বুড়ো হারের জোর! বয়স বাড়লেও বি-টাউনে পরকীয়ার মহারাজ আলিয়া পিতা মহেশ