আরাত্রিকার কাম ব্যাক আসছে নতুন ধারাবাহিক ‘মিঠিঝোরা’!
বরের সঙ্গে বোনের বিয়ে দেবে আরাত্রিকা! নয়া গল্পের মোড় নিয়ে আসছে ধারাবাহিক মিঠিঝোরা

মিতুল মা-র ভক্তদের জন্য দারুণ সুখবর। ‘খেলনা বাড়ি’ শেষ হতে না হতেই জি বাংলার পর্দায় ফিরছেন আরাত্রিকা মাইতি। সঙ্গী দেবাদৃতা বসু। দীর্ঘদিন পর জি বাংলায় ফিরছেন ‘জয়ী’। জল্পনা আগেই শোনা গিয়েছিল, এবার সেই খবরে সিলমোহর পড়ল।টেলিভিশনের পর্দায় নতুন ধারাবাহিকের আনাগোনা লেগেই রয়েছে। দুমাস আগেই শুরু হয়েছে অনুভব কাঞ্জিলাল, খেয়ালি মন্ডল আর ধ্রুব বন্দ্যেপাধ্যায়ের নতুন ধারাবাহিক মিলি। তার আগে ফুলকি, কার কাছে কই মনের কথার মতো ধারাবাহিকও টিআরপি তালিকায় টপ টেনে জায়গা করে নিয়েছে। জি বাংলার পর্দায় আসছে আরও এক নতুন ধারাবাহিক আলোর কোলে। চ্যানেলের তরফে প্রোমো শেয়ার করে জানানো হয়েছে রাত ৯ টায় সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিকটি। ছোট পর্দার দর্শকের জন্য এসে গেল আরও একটি সুখবর। শুধু রাত ৯ টার স্লটেই নয়, সাড়ে নটাতেও আসছে আরও এক নতুন ধারাবাহিক মিঠিঝোরা। যেখানে একসঙ্গে দেখা যাবে টলিপাড়ার তিন কন্যাকে। আরাত্রিকা মাইতি, দেবাদৃতা বসু আর স্বপ্নীলা চক্রবর্তী। সোম থেকে শুক্র প্রতিদিন রাত সাড়ে নটার স্লটে সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিকটি।
প্রকাশ্যে জি বাংলার আসন্ন মেগা ‘মিঠিঝোরা’র প্রোমো। শুধু ঝলকই সামনে এসেছে এমনটা নয়। মিঠিঝোরার সম্প্রচারের তারিখ এবং সময়ও একইসাথে জানিয়ে দিল চ্যানেল কর্তৃপক্ষ। জি বাংলার এহেন সিদ্ধান্তে খানিকটা অবাক অনুরাগীরা। একই দিন পরপর স্লটে দুটো নতুন মেগা নিয়ে হাজির চ্যানেল। হ্যাঁ, ‘আলোর কোলে’র মতো ২৭শে নভেম্বর থেকেই সম্প্রচারিত হবে ‘মিঠিঝোরা’। রাত সাড়ে ৯টা স্লট পেল আরাত্রিকা-দেবাদৃতারা। অর্থাৎ ‘অনুরাগের ছোঁয়া’কে টেক্কা দিতে হবে ‘মিঠিঝোরা’কে, যা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং।
‘মিঠিঝোরা’র গল্প কেমন হতে চলেছে? প্রোমোতে দেখা গেল তিন বোনের অটুট বন্ধনের ঝলক। ‘বড়দি’ রাই (আরাত্রিকা)-এর বিয়ের তারিখ পাকা করে এসেছে বাবা। এমন আনন্দের মাঝে আচমকাই বিষাদের ছায়া। অসুস্থ হয়ে পড়ে বাবা, ডাক্তার জানায় তাঁর হাতে বেশি সময় নেই। এমন কঠিন সময়ে পরিবারের হাল ধরতে নিজের বিয়ে নিজেই ভেঙে দেয় রাই, হবু বরের হাতে নিজের বোন (দেবাদৃতা)-এর হাত সঁপে দিয়ে জানায়, ‘আমার একটা উপকার করতে পারবে, এই বিয়েটা আমাকে না করে আমার এই বোনটাকে করবে প্লিজ’। দিদির আত্মত্যাগ আর স্বার্থত্যাগের প্রেক্ষাপটে তৈরি মিঠিঝোরা। এই সিরিয়ালের নাম বেশখানিকটা অবাক করেছে দর্শকদের। কারণ আরাত্রিকার চরিত্রের নাম এখানেই রাই! অন্যদিকে প্রথম ঝলক দেখে অনেকেরই মনে পড়ছে ‘সন্ধ্যাতারা’র কথা। কারণ জলসার এই মেগার প্রেক্ষাপটও একদম এক, বোনের স্বার্থত্যাগের গল্প। তাই ইতিমধ্যেই এই মেগাকে ‘সন্ধ্যাতারা ২’ বলে ট্রোল করছে অনেকে।
এখন প্রশ্ন হল, রাত সাড়ে ন’টায় ‘মিঠিঝোরা’ সম্প্রচারিত হলে মিলি কখন দেখা যাবে? কারণ শুরু মনে করা হয়েছিল ৯টার পরিবর্তে সাড়ে ৯টায় দেওয়া হবে খেয়ালি-অনুভবের শো-কে। তবে এখন স্পষ্ট হল, গৌরী এলো-র স্লট পেতে চলেছে এই মেগা। অর্থাৎ ২৭শে নভেম্বর থেকে রাত ১০.০০টায় সম্প্রচারিত হবে মিলি।