নতুন সাজে ফের ভাইরাল উর্ফি

নিজের সাজপোশাকের জন্য সব সময় প্রচারের আলোয় থাকেন উর্ফি। এবার ড্রাগন ফলের সাজে তিনি।

সমাজে যখন কেউ ব্যতিক্রমী কিছু করেন তখনই তিনি নাম, যশ, খ্যাতি সবকিছুই পান। সেই ব্যক্তি থাকেন আলোচনার শীর্ষে। এমনই একজন জনপ্রিয় ফ্যাশন ডিভা উর্ফি জাভেদ। তিনি সমাজকে তোয়াক্কা না করে নিজের মতো করেই চলতে ভালোবাসেন।

উর্ফি জাভেদ প্রথমে একটা ছোট হিন্দি ধারাবাহিকে কাজ করতেন। কিন্তু তখন তাকে কেউ সেই ভাবে চিনত না। তবে তার ভাগ্য খুলে যায় বিগ বস্ ওটিটি প্লাটফর্মে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণের পর। সেখানে তিনি ভালো পারফরম্যান্স করলেও জিততে পারেন নি। হেরেই সেই মঞ্চ থেকে বেরিয়ে আসেন। আর এরপর থেকেই তাকে নিয়ে সমালোচনার শুরু হতে থাকে। আজ সেই অজানা অচেনা মেয়েটি সাহসী অন্যতম ফ্যাশন ডিভা।

Uorfi Javed,dragon fruit dress,viral dress

উর্ফি প্রায়শই ভাইরাল হন তার পোশাক বৈচিত্র্য ও বেশভূষার জন্য। এই দুই জিনিসই উর্ফিকে এখন সমালোচনার শীর্ষে রাখে। এখন তাকে কেউ চেনেন না বা নাম শোনেনি এমন ব্যাক্তি খুব কমই আছেন। ধীরে ধীরে উর্ফির জনপ্রিয়তা আকাশছোঁয়া হচ্ছে। উর্ফির ফ্যান ফলোয়ারও আছে অগণিত। তবে সে অগণিত ফলোয়ারদের মধ্যে দু’রকম ভাগ রয়েছে। একরকম ফলোয়ারস রয়েছে যারা উর্ফির এই সাজ পোশাকে পছন্দ করে। আর অন্যরকম ফলোয়ারস হল যারা উর্ফির সাজ পোশাক নিয়ে বিভিন্ন রকম বাঁকা মন্তব্য করেন। তবে কয়েকদিন আগে ঘটেছে এক অন্যরকম ঘটনা। যে মঞ্চ থেকে তিনি বেরিয়ে এসে নিজেকে মেলে ধরেছিলেন, সেই মঞ্চেই তিনি আবার যান প্রতিযোগীদের উৎসাহ দিতে। আর সেই জায়গা হল বিগবস ওটিটির ২-র ঘর।

এছাড়াও তিনি এখন ভাইরাল। কারণ কয়েকদিন আগে তিনি বুকের উপর স্ক্রু ঝুলিয়ে যেমন বিতর্ক সৃষ্টি করেছিলেন, তেমনি এবার অদ্ভুত রকমের পোশাক পড়ে ভাইরাল হয়েছেন। তাকে গোটা ড্রাগন ফলের মতোই দেখতে লাগছে বলে মনে করছেন ভক্তরা।




Leave a Reply

Back to top button