নিজের ছেলেকে আলমারিতে তুলে রেখেছে মিশকা, অভিযোগ রুপার বিরুদ্ধে

আগামী পর্ব হতে চলেছে টানটান উত্তেজনার। ইতিমধ্যেই গত পর্ব দৃষ্টি আকর্ষণ করেছে ‘স্টার জলসা’র সমস্ত দর্শকদের। পাশাপাশি, চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে সেই পর্বের ক্লিপ।

কলকাতা: নতুন পর্বের সাথে নতুন ট্যুইস্ট! এই সহজ পদ্ধতি অবলম্বন করে ‘স্টার জলসা’য় লম্বা সময় কাটিয়ে দিলো ‘অনুরাগের ছোঁয়া’। প্রথম এপিসোড থেকে এখনো অবধি গল্পের ধারা থেকে বিন্দুমাত্র নড়েনি এই ধারাবাহিক। প্রয়োজনে গল্পে নতুন চরিত্র আনা হয়েছে ঠিকই, তবে নড়বড়ে হয়ে যায়নি বিষয়বস্তু। ৩০ মিনিটের এই ফ্যামিলি ড্রামা এখন প্রতিটি ঘরে নেশায় পরিণত হয়েছে। ঠিক এমনই বলছে টেলিভিশন রেটিং পয়েন্ট (TRP)। যেখানে এখনকার দিনে বেশিরভাগ সিরিয়াল চোখের নিমেষে চালু হয় আর বন্ধ হয়, সেখানে অনুরাগের ছোঁয়া অপরাজিত রয়েছে ৫১১ এপিসোডে। আগামী পর্ব হতে চলেছে টানটান উত্তেজনার। ইতিমধ্যেই গত পর্ব দৃষ্টি আকর্ষণ করেছে ‘স্টার জলসা’র সমস্ত দর্শকদের। পাশাপাশি, চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে সেই পর্বের ক্লিপ।

গত এপিসোডে দেখা গিয়েছিল, মিশকার পুত্র সন্তান জন্ম দেওয়া এবং সূর্য ও লাবণ্যের তাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসা, যা দেখে মনে মনে কষ্ট পায় দীপা। যদিও সূর্যের দাবি, সে নিজের সন্তানের জন্য মিশকাকে বরদাস্ত করছে। হঠাৎ নার্স এসে জানায় বাচ্চাটার অবস্থা ভালো নয় এবং সূর্য তক্ষুনি মিশকার ঘরে চলে যায় এবং দীপা বুঝতে পারে সূর্য আস্তে আস্তে অনেক দূরে চলে যাচ্ছে তাদের থেকে। অন্যদিকে মিশকার ছেলের সঙ্গে তার ঘরে গিয়ে কথা বলছে সোনা ও রুপা। মিশকা আসতেই দুজনেই ঘর ছেড়ে চলে যায়।

Star Jalsha,Bengali Serial,Entertainment,Anurager Chhowa

এরপর মিশকা নিজের ছেলেকে আলমারিতে ঢুকিয়ে দিয়ে দাবী করে তার ছেলে হারিয়ে গেছে এবং শেষবার ছিল রুপার কাছে। এই কথা শুনে দীপা বকাবকি করে তার দুই মেয়েকে এবং মিশকার ঘরে গিয়ে খুঁজতে শুরু করে তার ছেলেকে। অবশেষে আলমারি থেকে পাওয়া যায় মিশকার ছেলেকে। রুপাই এমন কাজ করেছে। কিন্তু দীপা বিশ্বাস করে নিজের মেয়েকে। পরবর্তী পর্বে কি হতে চলেছে? মিশকা কি পারবে দীপা ও সূর্যের মধ্যে দূরত্ব বাড়াতে? দীপা কি পারবে মিশকার পর্দা ফাঁস করতে? সব উত্তর পাওয়া যাবে আগামী পর্বগুলিতে।




Leave a Reply

Back to top button