স্টার জলসার “রাখি- বন্ধনের” কথা মনে আছে? রাখি পূর্ণিমার দিন কী করল তাঁরা
তবে আজ এই ছোট্ট খুদে শিল্পীরা বেশ অনেকটাই বড় হয়ে গেছে। অনস্ক্রিনের মত বাস্তব জীবনেও তাদের ভাই বোনের সম্পর্ক আজও অটুট রয়েছে। তাই আজও এই রাখি বন্ধনের মত পবিত্র অনুষ্ঠান তারাও ধুমধাম সহকারে পালন করে।

শুভঙ্কর, কলকাতা: গতকাল ছিল রাখি বন্ধন উৎসব। যেখানে ভারতের সকল ভাই-বোনের সম্পর্ক অটুট ও সুসম্পর্ক বজায় রাখার জন্য রাখি পড়ায়। এছাড়াও পৃথিবীর যদি কোনও সু-মধুর সম্পর্ক থাকে সেটা ভাই-বোনের সম্পর্ক। ঠিক এই মধুর সুসম্পর্ক নিয়েই একবার তৈরি হয়েছিল বাংলা সিরিয়াল। সিরিয়ালটার নাম ছিল “রাখি বন্ধন”। আজ থেকে সাত বছর আগে অর্থাৎ ২০১৬ সালের ২৮শে নভেম্বর স্টার জলসাতে শুরু হয়েছিল এই সিরিয়াল। যা বেশ ভালোভাবে তিন বছর চলেছিল। শেষ সম্প্রচার হয়েছিল ২০১৯ সালের ৩রা ফেব্রুয়ারি। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী কীর্তিকা চক্রবর্তী ও অভিনেতা সোহম বসু রায়। এই ভাই বোনের জুটির কথা আজও ভুলতে পারেনি দর্শকেরা। তাই যখনই বাঙ্গালিদের জীবনে রাখি বন্ধন উৎসব আসে তখনই এই ছোট্ট মিষ্টি ভাই বোনের কথা মনে পড়ে।
তবে আজ এই ছোট্ট খুদে শিল্পীরা বেশ অনেকটাই বড় হয়ে গেছে। অনস্ক্রিনের মত বাস্তব জীবনেও তাদের ভাই বোনের সম্পর্ক আজও অটুট রয়েছে। তাই আজও এই রাখি বন্ধনের মত পবিত্র অনুষ্ঠান তারাও ধুমধাম সহকারে পালন করে। তবে এ বছর ঘটলো ব্যতিক্রম। এখন দুজনাই দুজন এক কাজ নিয়ে ব্যস্ত। তাই এ বছর সোহম তার্বন কৃতিকার হাত থেকে পড়তে পারল না রাখি। কারণ কৃতিকা বর্তমান সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালের শুটিংয়ের জন্য মন্দারমনিতে রয়েছেন। হয়তো রাখি বন্ধন উৎসবে তারা ধুমধাম করে পালন করতে পারল না কিন্তু যখন ফিরে আসবেন তখন এই অনুষ্ঠান পালন করবেন তাঁরা।
অভিনেত্রীর বাবা এক সাক্ষাৎকারে বলেন, ‘ আমরা এ বছর রাখি বন্ধনের দিন রাখি বন্ধন উৎসব করতে পারলাম না। ও এখন শুটিংয়ের জন্য মন্দারমনিতে রয়েছে। তবে ও ফিরে এলে কোন এক রবিবার দেখে অনুষ্ঠানটি আয়োজন করা হবে। কীর্তিকা সাথে সোহমের আজও ভাই বোনের সম্পর্ক বেশ অটুট রয়েছে। প্রত্যেকবারই আমরা রাখিটা বেশ ধুমধাম করেই পালন করি।’ এই বিষয়ে অভিনেত্রীর মা জানান, এই বছর ভাই বোন দুজনেই খুব কষ্টে রয়েছে। রাখি এবছর বাইরে রয়েছে। তাই সোহনকে রাখি বন্ধনের দিন রাখি পড়াতে পারল না। কই ফিরে আসলি অবশ্যই সেলিব্রেশন হবেই।