কে হবে কেজিএফ চ্যাপ্টার ৩ এর ভিলেন? ধৈর্য ভেঙে উত্তর দিলেন পরিচালক

অহেলিকা দও, কলকাতা : কেজিএফ এর পর কেজিএফ চ্যাপটার ২ নিয়ে এখনও বাজার রমরমা। কেজিএফ চ্যাপটার ২ দর্শকমহলে ভালো ফলের পর সকলে অপেক্ষারত কেজিএফ চ্যাপটার ৩ ( K.G.F Chapter 3 ) রিলিজের। দক্ষিণ হিরো যশ অভিনিত এই ছবিটি বক্স অফিসে জয়লাভ করেছে। দক্ষিণের নামিদামি তারকা ( K.G.F Chapter 3 ) অভিনেতা অভিনেতাদের পাশাপাশি কেজিএফ চ্যাপটার ২ তে অভিনয় করেছেন বলিউডের দুই তারকা এবং রবীনা ট্যান্ডন।
যশ ওরফে রকি ভাইয়ের বিপরীতে ভিলেন হিসেবে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন সঞ্জয় দত্ত। যদিও শেষমেশ রকি ভাইয়ের হাতেই মৃত্যু হয়েছিল তার। কেজিএফ চ্যাপটার ২ তে ভিলেনকে শেষ করার পর এবার সিনেমার তৃতীয় পার্টে ( K.G.F Chapter 3 ) আরও বড় বিপদের সম্মুখীন হতে চলেছে রকি। এমনকি ছবিতে তার জন্য রয়েছে আরও বড় চ্যালেঞ্জ।
কেজিএফ চ্যাপটার ৩ ( K.G.F Chapter 3 ) শুরু হতে চলেছে আর মাত্র কয়েক মাসের মধ্যেই। তবে এবার কে ভিলেনের ভূমিকায় অভিনয় করতে চলেছে তা নিয়ে সকল মানুষের মনে উঠেছে প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন ছবির পরিচালক প্রশান্ত নীল। এই সিনেমায় খলনায়ক হিসেবে থাকবেন খ্যাত অভিনেতা রানা দাগুবাতি। এই খবর নিয়ে রীতিমতো তলপার শুরু হয়ে গিয়েছে দক্ষিণের ইন্ডাস্ট্রিতে।
এছাড়াও ছবিতে থাকছে আরও বড় চমক। খ্যাত ভিলেন থাকার পাশাপাশি দক্ষিণের ইন্ডাস্ট্রির খ্যাত অভিনেতা প্রভাসও থাকছেন সিনেমাটিতে। সুতরাং, এবার প্রভাস ও যশ একসাথে ডবল ধামাকা দেখাবেন ছবিতে। দক্ষিণের দুই বিখ্যাত তারকা প্রথমবারের জন্য একসাথে ছবির পর্দায় আসতে চলেছেন। তাই এই কারণেই ছবিটা নিয়ে বড়ই এক্সাইটেড দর্শকমহল।
আরও পড়ুন…ক্যান্সারের সাথে যুদ্ধ করে KGF 2 তে অভিনয়, ২৫ কেজির বর্ম পরে অধীরা হয়েছিলেন সঞ্জয় দত্ত
২০১৮ সালে কেজিএফ এর মুক্তির পর ভালো সাফল্য লাভ করেছিল। তারপর কেজিএফ চ্যাপটার ২ ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য দুই বছর পিছিয়ে যায় মুভি রিলিজের ডেট। ছবির তৃতীয় পর্ব ( K.G.F Chapter 3 ) মুক্তি পেতে চলেছে আগামী ২০২৪ সালে।
আরও পড়ুন…হিরোর সঙ্গে জনপ্রিয় ভিলেন ‘অ্যান্ড্রু’ও ! একনজরে দেখে নিন KGF-2 খ্যাত বি এস অবিনাশ এর আসল পরিচয়