‘পরাগ’ কী বাস্তব জীবনেও অত্যাচারী? তাঁর স্ত্রীর সৌন্দর্য যে-কোনও টলি নায়িকাকে টেক্কা দিতে পারে
মানালি দে ও দ্রোণ মুখার্জী ‘শিমুল’ ও ‘পরাগ’ চরিত্র দুটিতে অভিনয় করছেন। তবে বাস্তব জীবনে দ্রোন ওরফে ‘পরাগ’ কেমন? স্ত্রীর ওপর অত্যাচার করেন, নাকি আদর্শ স্বামী? সিরিয়ালের চরিত্রের মতো কি সব সময় মায়ের আঁচলে থাকেন। দ্রোনের স্ত্রী বা কে?

শুভঙ্কর, কলকাতা: কিছুদিন আগে জি বাংলায় শুরু হয়েছে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিক সিরিয়াল। এই সিরিয়াল শুরু থেকেই দর্শকদের আলোচনায় রয়েছে। তবে তার কারন অবশ্য ‘নেগেটিভ’। বাসর রাতের দিন বউমাকে ছেলের সঙ্গে থাকতে না দিয়ে মা ছেলের সঙ্গেই থেকেছে। যা নিয়ে সামাজিক মাধ্যমগুলিতে ভীষণ রকম ভাবে ট্রোল হতে হয় এই সিরিয়ালকে। এছাড়াও পরাগ শিমুলকে ভীষণভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করে। তা নিয়েও দশক মহলের সমালোচনা শুনতে হচ্ছে সিরিয়াল কর্তৃপক্ষকে। এর সঙ্গে সঙ্গেই ‘পরাগ’ চরিত্রটি দু’চোখের বিষ হয়ে গেছে সবার কাছে।
মানালি দে ও দ্রোণ মুখার্জী ‘শিমুল’ ও ‘পরাগ’ চরিত্র দুটিতে অভিনয় করছেন। তবে বাস্তব জীবনে দ্রোন ওরফে ‘পরাগ’ কেমন? স্ত্রীর ওপর অত্যাচার করেন, নাকি আদর্শ স্বামী? সিরিয়ালের চরিত্রের মতো কি সব সময় মায়ের আঁচলে থাকেন। দ্রোনের স্ত্রী বা কে? জি বাংলার এই সিরিয়ালে অভিনয় করার আগে থেকেই বিবাহিত দ্রোন মুখার্জি। তার স্ত্রী যেকোনও টলি নায়িকাকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন। সম্প্রতি রিয়েল লাইফের এই স্বামী-স্ত্রী ঘুরতে গিয়েছিলেন সেখানেই তাদেরকে ক্যামেরাবন্দি করা হয়। দ্রোণের সুন্দরী স্ত্রীর রূপের প্রশংসায় পঞ্চমুখ সকলে।পর্দায় দেখা যায় পরাগ ভীষণভাবে মাতৃভক্ত। মায়ের অন্যায় অবিচার সে মুখ বুজে মেনে নেয়। পেশায় সে একজন শিক্ষক। কিন্তু শিক্ষিত হয়েও বন্ধ ঘরে স্ত্রীর উপর অত্যাচার চালায়। আপাতদৃষ্টিতে ভদ্র এবং শিক্ষিত বলে মনে হলেও স্ত্রী প্রতি তার আচরণ সবাইকে রাগিয়ে তোলে। পর্দায় স্বামীর এরকম রূপ দেখে দ্রোণের স্ত্রী মনে করেন? এই প্রসঙ্গে অভিনেতা কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে অপকটে বলেছেন প্রথম প্রথম তাকে এইভাবে দেখতে তার স্ত্রীর একদম ভাল লাগত না। খুবই মন খারাপ হয়ে যেত। স্বামীকে পর্দায় এভাবে দেখে মানিয়ে নিতে পারছিলেননা তিনি।তবে একদিন দ্রোণ তার স্ত্রীকে ভালোভাবে বিষয়টা বোঝান। এখন তার স্ত্রীও বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন।
দর্শকদের বিরূপ মনোভাব এবং সোশ্যাল মিডিয়ায় নেটি জেন্দের সমালোচনার মুখে পড়ে গল্পের প্লটে কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন মাঝেমধ্যে দেখা যায় শিমুলের শাশুড়ি তাকে বিশেষ কিছু বলছেন না। পরাগ ও মাঝেমধ্যেই শিমুলের পক্ষ। তবে অভিনেতা দ্রোন মুখার্জি মনে করছেন তার চরিত্র নিয়ে যত বেশি সমালোচনা হবে তত তাই তার অভিনয়ে সার্থকতা।