‘জগদ্ধাত্রীর’ পরিবারে হাজির নয়া অশান্তি! কেস সামলে তা কিভাবে সামলাবে জগদ্ধাত্রী?
'স্বয়ম্ভুর' পরিচয় নিয়ে ফের উঠল প্রশ্ন! কি উত্তর দেবে জগদ্ধাত্রী?

পূর্বাশা, হুগলি: জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক দিন দিন জনপ্রিয়তার পাচ্ছে দর্শকমহলে। সিরিয়াল
-এর অভিনেত্রী ‘জগদ্ধাত্রী’ যেভাবে ঘর ও বাইরে দক্ষ হাতে সামলাচ্ছেন তাতে চোখ জুড়োচ্ছে দর্শক দের। পারিবারিক অশান্তি ঠেলে সমাধান করছেন একের পর এক কেস। রহস্যের সমাধান দেখতে টিভির সামনে বসছেন দর্শককূল। কিন্তু সব তো আর সহজ পথে চলে না! ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে এবার পারিবারিক কুটনীতি এল প্রকাশ্যে।
ধারাবাহিকের নায়ক ‘স্বয়ম্ভু’ আসলে কার ছেলে? এ প্রশ্ন উঠেছিল আগেই ফের একবার আড়াল ফুঁড়ে বেরিয়ে এল ঘরোয়া রহস্যের বীজ। জগদ্ধাত্রী
-এর শ্বশুরবাড়ির অনেকে মানলেও সবাই এখনো স্বয়ম্ভুকে তাঁদের পরিবারের একজন বলে মানতে পারেনি। তাই তাঁর পরিচয় নিয়ে চলছে বারংবার খোঁটা দেওয়া। ‘জগদ্ধাত্রী’ কি পারবে এই অপমান মুছে নিজেকে আর স্বয়ম্ভুকে সকলের প্রিয় বানাতে? জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি।
অন্যদিকে, কেস সলভ নিয়ে বিস্তর ছোটাছুটির মাঝে এক একটি আলোর দিশা পাচ্ছে ‘জগদ্ধাত্রী’। নতুন কেস নিয়ে বেশ গোলকধাঁধায় সে। এর মধ্যে পারিবারিক অশান্তির সমাধান করতে সে কি পারবে? প্রশ্ন তুলছে দর্শক মহল।