অভাবনীয় প্রতিভা! নেটদুনিয়ায় অরিজিৎ-এর গানের হুবহু অনুকরণ করে প্রসংশিত যুবক

মন্টি শীল, কলকাতা : গান সচরাচর সকলেরই প্রিয়। বিনোদনের জন্য সমগ্র বিশ্বের একাধিক শ্রোতারা এই গানকেই নিজেদের ধ্যান জ্ঞান হিসেবে বেছে নিয়েছেন। যারা সাধারণত সঙ্গীত প্রেমি তাদের অনেকেই বলে থাকেন, গান হল এক অসাধারণ প্রতিভার একটি অঙ্গ। যার দরুন মানুষের হৃদয়ে প্রবেশ করা যায়। আর এমন প্রতিভা সমগ্র ভারতবর্ষের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছেন। আর অপেক্ষা করছেন তাদের সঠিক সুযোগের জন্য। তবে কিছু কিছু ক্ষেত্রে এমনও ঘটতে দেখা গিয়েছে, সঠিক সুযোগ না মেলার দরুন অচিরেই হারিয়ে গিয়েছে এমন অনেক প্রতিভা।
তবে সম্প্রতি নেট দুনিয়া জুড়ে যা দেখা গেল , তারপর এই উক্তিটি পরিষ্কার যে বর্তমান প্রযুক্তির সহায়তায় আর কোনও প্রতিভা হারিয়ে যাবে না, বরং তাদের আত্মপ্রকাশ করার সুযোগ আসতে চলেছে। যেমনটা হল পশ্চিমবঙ্গের অন্তর্গত জেলা পশ্চিম মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত গ্রামের যুবক আকাশ কুমার দাস (Akash Kumar Das)-এর সঙ্গে। ২৪ বছর বয়সী আকাশ কুমার দাস (Akash Kumar Das) সম্প্রতি বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)-এর কন্ঠে গাওয়া গান ‘কেন পিছু ডাকো আমারে তুমি’ গানটি গেয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।
-
ওয়াশরুমের থেকেও ছোট ঘর! দাদাগিরিতে এসে একি বললেন শ্বেতাDecember 15, 2023
-
ফার্স্ট গার্ল ‘ফুলকি’, শেষে ‘রাঙা বৌ’December 14, 2023
গান যুবকের দ্বারা শেয়ার করা মাত্রই ভীষণ ভাবে ভাইরাল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আকাশের গান শুনে রীতিমতো মুগ্ধ হয়েছেন সমস্ত নেট দুনিয়ার বাসিন্দারা। বিভিন্ন ধরনের প্রশংসাসূচক মন্তব্য আসতে শুরু যুবকের এই পোস্টকে কেন্দ্র করে। অনেকে বলেছেন, ‘এ যেন ঠিক হুবহু দ্বিতীয় অরিজিৎ সিং।’ আবার অনেকে বলেছেন, ‘এই যুবক বাংলার দ্বিতীয় অরিজিৎ সিং।’ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আকাশ কুমার দাস (Akadh Kumar Das)-এর গান শুনে অনেকেই আবার মন্তব্য করে বলেছেন, যুবকের গান শুনে মনেই হচ্ছে না যে এটি অরিজিৎ সিং (Arijit Singh)নাকি অন্য কেউ।
জানা গিয়েছে, ওই যুবক পেশায় একজন পোস্ট মাস্টার। শৈশব থেকেই তার গানের প্রতি বিশেষ আগ্রহ ছিল। এমনকি সঙ্গীতের শিক্ষাগুরু নীলকান্ত মাইতির কাছ থেকেও তিনি তার গানের তালিম নিয়েছেন। তবে শোনা গিয়েছে, গান করা ছাড়াও তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে তিনি প্রায় প্রতিনিয়তই নিত্য নতুন গানের ভিডিও শেয়ার করেন। এইদিনেও তিনি সেটাই করেছিলেন। তবে ভাগ্য ক্রমে সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)-এর গানটি ভাইরাল হয়ে যায়। তবে সোশ্যাল মিডিয়াতে অনেকেই সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং(Arijit Singh)-এর সঙ্গে আকাশের তুলনা টেনে আনলে, আকাশ কুমার দাস (Akash Kumar Das) জানিয়েছেন, ‘স্যার স্যারের জায়গায় রয়েছেন আর আমি আমার জায়গায় রয়েছি। এখানে তুলনা টেনে আনা ঠিক নয়।’ তবে যুবকের সাধারন মনোভাব এবং অসাধারণ প্রতিভা দেখে মুগ্ধ নেট নাগরিকরা।