গিনির বিয়ের সূত্র ধরেই কি ঘুচবে মেঘ ও নীলের দূরত্ব? ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিক নিয়ে আশায় মুখিয়ে দর্শক
বিয়েবাড়িতে সবার সামনে মিটবে মেঘ-নীলের দূরত্ব?

পূর্বাশা, হুগলি: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’। এই ধারাবাহিকের অভিনেত্রী মেঘ ও অভিনেতা নীলের রসায়ন দর্শক মহলে বেশ জনপ্রিয়। কিন্তু ধারাবাহিকের দর্শকরা জানেন মেঘ ও নীলের সম্পর্ক এখন ভিন্ন খাতে। আলাদা হয়ে গিয়েছে তাঁরা। খুব সম্ভবত ডিভোর্স হবে শীঘ্রই। কিন্তু এ আর মেনে নেয় কিভাবে দর্শক? মেঘ ও নীলের মিলের আশায় দিন গুনছেন তাঁরা।
এদিকে ধারাবাহিকে দেখা যাচ্ছে, মেঘের ননদ গিনির বিয়ে। আর সেই বিয়েতে মেঘকে আমন্ত্রণ জানায় গিনির ঠাম্মা। ঠাকুমার আব্দার রাখতে বিয়েতে উপস্থিত হয় মেঘ। সেখানেই ফের নীলের মুখোমুখি হয় সে। মেঘ ও নীল দুজনেই বুঝতে পারে, পরস্পরের থেকে দূরে সরে গেলেও এখনও একে অপরকে ভালোবাসে তাঁরা।
বিয়ের মাঝেই মেঘের হাত ধরে এক টানে সকলের সামনে নিয়ে আসে নীল। সবাইকে বলে দেখো ও কী করেছে! এরপর কী হবে তা জানতে জি বাংলায়
চোখ রাখতে হবে দর্শকদের। তবে গিনির বিয়েতে মেঘ-নীলের মুখোমুখি দেখা কি সফল হবে? এবার কি মিল হবে তাঁদের? উত্তর খুঁজতে বুক বেঁধেছেন
‘ইচ্ছে পুতুল’ দর্শক কূল।