নতুন ধাঁধার মুখে গোলকধাঁধায় ‘জগদ্ধাত্রী’! “রহস্য সমাধান করবোই…!” নিলেন দৃঢ় প্রতিজ্ঞা…
জগদ্ধাত্রীর সামনে নতুন ধাঁধা! সমাধান করলে তবেই এগোতে পারবে পরের ধাপে...

পূর্বাশা, হুগলি: জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক-এ একের পর এক রহস্য দানা বাঁধছে। ধাঁধার সমাধান করে কেস সলভ করছে জগদ্ধাত্রী। প্রতি এপিসোডে ‘কি হবে’ ভাবটি দেখতেই আরও টিভি পর্দার সামনে বসছেন দর্শকেরা। আর এবার ফের জগদ্ধাত্রীর সামনে হাজির নতুন চ্যালেঞ্জ, নতুন ধাঁধা। আপাত দৃষ্টিতে কঠিন মনে হলেও জগদ্ধাত্রীর কড়া জবাব এই ধাঁধা সে সলভ করবেই।
সম্প্রতি জি বাংলার তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ফোনে একটি নতুন ধাঁধা শুনছেন জগদ্ধাত্রী। এলোমেলো শব্দে বাঁধা এই ধাঁধা শুনে ক্রমশ গোলকধাঁধায় জড়াচ্ছে
সে। পাশাপাশি বিপদের আশঙ্কাও করছে খানিকটা।
তবে ধাঁধাটি শুনে ঠান্ডা মাথায় জগদ্ধাত্রী উত্তর দেয়
যে সে এর সমাধান করবে।
কোন পথে এগোবে জগদ্ধাত্রীর গল্প? আদৌ কি সে পারবে ধাঁধার উত্তর দিতে? রহস্য আর সংসার দুই হাতে ব্যালেন্স করতে পারবে জগদ্ধাত্রী? এই সমস্ত কিছুর উত্তর পেতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।