অতীতের মুখোমুখি জগদ্ধাত্রী! উৎসবের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নতুন করে মুখ খুলবে সে?
অতীতের মুখোমুখি জগদ্ধাত্রী! নতুন করে কি উত্তর দেবে সে?

পূর্বাশা, হুগলি: জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। নিত্য নতুন কেস সলভ ও পারিবারিক টানাপোড়েনের গল্পে ‘জগদ্ধাত্রীর’ প্রতি মন মজেছে দর্শকের। সদ্য নতুন কেস সলভ করে ফিরেছে জগদ্ধাত্রী। এর মধ্যেই ফের নতুন সমস্যা হাজির তাঁর জীবনে। এবার আর বর্তমান নয়, অতীতের মুখোমুখি ফিরল সে। এবার কি তবে উৎসবের সঙ্গে তাঁর সম্পর্ক জানাজানি হয়ে যাবে?
সম্প্রতি ‘জগদ্ধাত্রীর’ একটি এপিসোডে দেখা যাচ্ছে জগদ্ধাত্রীর সঙ্গে উৎসবের সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে। তার জেরেই শুরু হয়েছে পারিবারিক অশান্তি। ইতোমধ্যে জগদ্ধাত্রীর মা তাঁকে ফোন করে জিগ্যেস করে যে তাঁর আদৌ উৎসবের সঙ্গে সম্পর্ক ছিল কি না! এ কথার উত্তর দিতে গলা কেঁপে যায় জগদ্ধাত্রীর। তাও সে বলে বিয়ের আগের সম্পর্ক বহুদিন হল চুকে গিয়েছে। এরপরই জগদ্ধাত্রীর পুরো কথা না শুনে তাঁকে শাপ শাপান্ত করে তাঁর সৎ মা।
গোটা ঘটনায় অত্যন্ত ভেঙে পড়ে জগদ্ধাত্রী। পুরনো
কথা সামনে আসুক সে চায় না। কিন্তু না চাইলেই ডি কি! ফের অতীতের মুখোমুখি হল সে। কিন্তু এরপর? গোটা ঘটনার শেষ কি এখানেই? নাকি ফের কোনো ঘটনার সূত্রপাত হবে এখান থেকে? জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলায়।