টানটান উত্তেজনায় ভরা পর্বে বৈরাগী বাড়ির কৃষ্ণমূর্তি উদ্ধার করল ‘জগদ্ধাত্রী’!
রহস্যের গোলকধাঁধা কাটিয়ে বৈরাগী বাড়ির কৃষ্ণমূর্তি উদ্ধার করল 'জগদ্ধাত্রী'।

পূর্বাশা, হুগলি: একের পর এক রহস্যের প্যাঁচ। ধাঁধার পর ধাঁধা। বৈরাগী বাড়ির কৃষ্ণমূর্তি উদ্ধারে একরাশ ধোঁয়াশার মেঘ জমে ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালে। বিগত কয়েকদিনের পর্বে এই কেসের পিছনে ছুটতে দেখা যায় ‘জগদ্ধাত্রীকে’। তবে হাজার জটিলতার মাঝেও হার মানতে নারাজ ছিল সে। ‘জগদ্ধাত্রী’ প্রতিজ্ঞা করে, কৃষ্ণমূর্তি সে উদ্ধার করবেই। অবশেষে মূর্তি উদ্ধার করে বৈরাগী বাড়ির হাতে তুলে দিল ‘জগদ্ধাত্রী’।
‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের আগের পর্বে দেখা যায় কৃষ্ণমূর্তি নিয়ে অন্যত্র গা ঢাকা দেওয়ার আগেই মাঝপথে অপরাধীদের হাতেনাতে ধরে ফেলে টিম জগদ্ধাত্রী। কৃষ্ণমূর্তি উদ্ধার করে সে বলে “জন্মাষ্টমী
-র দিন তুমিই পুজো পাবে বৈরাগী বাড়িতে”।টানটান উত্তেজনায় ভরা এই পর্ব দেখে মন জুড়িয়েছে দর্শকদের। বৈরাগী বাড়ির কৃষ্ণমূর্তি উদ্ধার করে জগদ্ধাত্রী ফের একবার প্রমাণ করল সে কোনোও চ্যালেঞ্জের কাছেই হার মানতে রাজি নয়।
কৃষ্ণমূর্তি উদ্ধার করে বৈরাগী পরিবারের হাতে তুলে
দেয় জগদ্ধাত্রী। তাঁর পাশে থাকে স্বয়ম্ভু। পরিবারের ঐতিহ্যবাহী মূর্তি ফিরে পেয়ে খুশি হন সকলে। তবে এরপর কী? নতুন কোনও কেস আসবে? নাকি অন্য
পথে মোড় নেবে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। নতুন গল্পে
রহস্য বাঁধার অপেক্ষায় প্রহর গুনছেন অনুরাগীরা।