কৌশিকীর আশীর্বাদ অনুষ্ঠানে গড়হাজির জগদ্ধাত্রী! কৌশিকীর ‘এই’ কথায় বাড়ল হৃদস্পন্দন…
বিয়ের আগেই এই পদক্ষেপ নেবে কৌশিকী! জানাল জগদ্ধাত্রীকে।

পূর্বাশা, হুগলি: জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে একের পর এক ঝড় ধেয়ে আসছে জগদ্ধাত্রীর জীবনে। শ্বশুরবাড়িতে সবাই ক্রমে অস্বীকার করছে
তাঁকে ও স্বয়ম্ভুকে। এরকম পরিস্থিতিতে সংসার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে জগদ্ধাত্রী। এদিকে বাড়িতে বিয়ের অনুষ্ঠান। কৌশিকীর বিয়ে। আশীর্বাদ অনুষ্ঠানে গড়হাজির থাকে সে। আর তখনই ফোনে বেশ কিছু অবাক করা কথা বলে কৌশিকী।
কৌশিকী জগদ্ধাত্রীকে জানায়, তাঁর আশীর্বাদের অনুষ্ঠানে জগদ্ধাত্রী কেন নেই? বাড়ির সবাই তাঁকে অস্বীকার করলেও কৌশিকী নিজে মানেন যে স্বয়ম্ভু ও বাড়ির ছেলে আর জগদ্ধাত্রী পুত্রবধূ। তাই নিজের বিয়ের আগেই কোর্টে আবেদন জানাবে সে। কৌশিকী জোর গলায় বলে, স্বয়ম্ভু যে তাঁদের পরিবারেরই ছেলে, তা প্রমাণ করবেই সে।
কৌশিকীর কথা শুনে সচকিত হয়ে যায় জগদ্ধাত্রী। নিজের সংসার, শ্বশুরবাড়িতে কি আবার ফিরতে পারবে সে? আনন্দ করতে পারবে কৌশিকীর বিয়ে অনুষ্ঠানে? সমস্ত উত্তর মিলবে ধারাবাহিকের পরের পর্বগুলিতে।