ননদ পুতুলের আবদার মেনে নিল ‘ভালো বউ’ শিমুল! সকলের চোখ এড়িয়ে ‘এই’ কাজ কি করতে পারবে সে?
নতুন বায়না ধরলো পুতুল! 'মানবে' বলেই ঘাড় নাড়ল 'কার কাছে কই মনের কথার' শিমুল।

পূর্বাশা, হুগলি: জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে খানিকটা খুশির ছবি। অশান্তির মেঘ কেটে রোদ এল শিমুলের পরিবারে। নিত্য দিন শ্বশুরবাড়ির লোকজনের খোঁটা, অপমানের বিরুদ্ধে লড়াই করা শিমুল মনের শান্তি পায় তাঁর ননদ পুতুলের থেকেই। ‘ভালো বউ’ শিমুলকে অত্যন্ত স্নেহ করে সে। তাঁর বায়না, আব্দার সবই শিমুলের কাছে। আর এবার নতুন আবদার জুড়ল পুতুল রানি।
পরিবারে পরপর অশান্তি, অবশেষে সেসব কেটে হাসি ফুটেছে শিমুলের মুখে। শিমুলের শ্বাশুড়ি তাঁর অতীতের সঙ্গে মিল পেয়েছে শিমুলের বর্তমানের।
নিজের জীবনের কথা শিমুলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। চোখে জল মুছে তাঁর ঠোঁটেও ফুটেছে চিলতে হাসি। এসবের মাঝে পুতুলের বায়না সে ‘ভালো বউয়ের’ হাতে মাংস খাবে। কিন্তু মধ্যবিত্ত পরিবারে কদিন মাংস হয় মাসে? প্রশ্ন তোলেন শিমুলের শ্বাশুড়ি।
এরপর শিমুল বলে, সকলের আড়ালেই সে পুতুল
-য়ের জন্য দু টুকরো মাংস রেঁধে দেবে। পুতুল তাঁর থেকে রান্না খেতে চেয়েছে, তাই পুতুলের ইচ্ছেকে গুরুত্ব দেবে শিমুল। তাছাড়া, পুতুল অসুস্থ। তাঁর শরীরের জন্য ভালো খাওয়া দাওয়া করা জরুরি। সব দিক ভেবেচিন্তে তাই আবদার পূরণের ভার নিজ কাঁধে তুলে নিয়েছে শিমুল।