অন্যায় সয়ে নয়, সকলের সামনে তার যোগ্য জবাব দিল ‘কার কাছে কই মনের কথার’ শিমূল!
অপমানের যোগ্য জবাব দিল শিমূল! পাশে এসে দাঁড়ালেন হেডস্যার।

পূর্বাশা, হুগলি: জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে নিত্যদিন শ্বশুরবাড়ির অপমানের মুখে পড়তে হয় ধারাবাহিকের নায়িকা শিমূলকে। বিয়ের আগে শতদ্রুর সঙ্গে সম্পর্কের জের তাঁকে বয়ে নিয়ে চলতে হয় বিয়ের পরেও। তাঁর সম্পর্কে যাওয়া যে চরমতম অন্যায় ছিল, তার সূত্র ধরে বারংবার আঙুল তোলে তাঁর স্বামী থেকে শ্বশুরবাড়ি-এর অন্যেরা। কিন্তু আসলেই কি অন্যায়? প্রশ্ন তোলে শিমূল।
পারিবারিক অশান্তি এতটাই দীর্ঘ বিস্তার করে যে
সেখানে মীমাংসার জন্য উপস্থিত হয় শিমূলের আত্মীয়রা থেকে প্রতিবেশী। সেখানে আসেন স্বয়ং
পরাগের স্কুলের হেডস্যারও। কিন্তু প্রত্যেকেই শিমূলের পক্ষে সায় দেন। হেডস্যার শিমূলের মাথায়
হাত দিয়ে আশীর্বাদ করে বলেন, একদিন সমস্ত অপমানের যোগ্য জবাব দেবে সে। অন্যদিকে আত্মীয়রা বলেন শিমূলের কোনো দোষ নেই।
এমতাবস্থায় শিমূলের দেওর পলাশ বলেন, যে তাঁর দাদা শিমূলের সঙ্গে ঘর করবে না। শ্বশুরবাড়ির সকলের উদ্দেশ্যে তখন শিমূল প্রশ্ন তোলে বিয়ের আগে সম্পর্কে থাকা কিভাবে অন্যায় হয়? সে তো জানতে চায়না পরাগের অতীতের ব্যাপারে! শিমূল
সকলের সামনে স্পষ্ট করে বলে, সে এই বাড়ি ছেড়ে
কোথাও যাবেনা। এরপর কী হবে? শিমূল কি পারবে অন্যায়ের জবাব দিয়ে লড়াই করে থাকতে?
উত্তর দেবে ‘কার কাছে কই মনের কথা’ধারাবাহিক।