শিমুলের প্রতি হঠাৎ ভিন্ন ব্যবহার তাঁর শাশুড়ির! তবে কি বরফ গললো এবার?
কড়া নয়, শাশুড়ির থেকে মিঠে ব্যবহার পেল শিমুল!

পূর্বাশা: জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের শিমুল বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ি
-এর অত্যাচারের মুখে পড়ে। স্বামী, শাশুড়ি-সহ পরিবারের অন্যান্যরা তাঁকে পদে পদে অপদস্থ করেই খুশি হয়। কিন্তু এবার যেন কিছুটা ভিন্ন ব্যবহার পেল শিমুল। নরম স্বরে কথা বলে খানিক আশ্বাস দিল তাঁর শাশুড়ি। আর এই এপিসোড দেখার পরই দর্শক মহলে প্রশ্ন, তবে কি বরফ গললো এবার?
এর আগে ধারাবাহিকের একটি পর্বে দেখা যায় নিজের জীবনের অতীতকে শিমুলের মধ্যে খুঁজে পাচ্ছেন তাঁর শাশুড়ি। সংসারের জাঁতাকলে কোথাও যেন একাত্ম হয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু এ কী শুরু? না পূর্ব অধ্যায়ের সমাপ্তি? উত্তর খোঁজে জি বাংলার দর্শক। সাম্প্রতিক এপিসোডেও দেখা গেল কিছুটা নরম হয়েই শিমুলের সঙ্গে ব্যবহার করছেন তাঁর শাশুড়ি। ‘কার কাছে কই মনের কথার’ গল্পে কি তবে এল ভিন্ন মোড়? এর উত্তর দেবে জি বাংলা।
এই এপিসোডের একটি অংশে দেখা গেল, শিমুলের
শাশুড়ি তাঁকে বলছে, সংসার কোনো কারণে ভেঙে ফেলা সহজ। কিন্তু গড়ে তুলতে অনেক সময় লাগে।
তাহলে কি এবার তিনি বুঝতে পারলেন শিমুলই তাঁর যোগ্য বউমা? তাঁর হাতেই এ সংসার মানায় ভালো। ধারাবাহিকের পরবর্তী পর্বগুলিতে উত্তর মিলবে তার।