পুতুলের জন্য মোক্ষম পদক্ষেপ নিল শিমূল! ভাঙল রান্নাঘরের তালা! এরপর অশান্তি কিভাবে ঠেকাবে সে?
পুতুলের জন্য রান্নাঘরের তালা ভাঙল শিমূল!

পূর্বাশা, হুগলি: জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিক নিত্য নতুন বিতর্কের আখড়া। পারিবারিক হিংসা, অশান্তির একাধিক নিদর্শন বুনছে এই ধারাবাহিক। শিমূলের স্বামী পরাগের সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্ক সুখের নয়, তাঁর শ্বশুর বাড়ির লোকজন চায় তাঁকে প্রতি পদে অসম্মান করতে ও বিপদে ফেলতে। এসবের মধ্যেও বারং বার রুখে দাঁড়ায় শিমূল। শিঁড়দাড়া সোজা রেখে লড়ে যায় সে।
শিমূলের পরিবারে ননদ পুতুল তাঁকে ভালোবাসে।
পুতুল অসুস্থ। তাঁকেও শুনতে হয় সকলের অন্যায়।
কিন্তু শিমূলকে অবলম্বন করে একটু একটু করে ভালো থাকতে শিখছে পুতুল। আর পারিবারিক অশান্তির মধ্যে শিমূলের একটুকরো শান্তার জায়গা
পুতুল নিজে। সংসারে ফের অশান্তির কোপ ফেলে
শিমূলের শ্বশুরবাড়ির লোকজন। রান্নাঘরের দরজা
এঁটে রাখে তাঁরা।
কিন্তু এরপরেও হার মানে না শিমূল। পুতুলের মুখে
খাবার তুলে দিতে নেয় চরম পদক্ষেপ। রান্নাঘরের তালা ভেঙে ফেলে সে। তারপর নিজের হাতে খাবার বানিয়ে পুতুলকে দেয়। কিন্তু এরপর? ফের অশান্তি শুরু হলে কিভাবে ঠেকাবে শিমূল? উত্তর দেবে ‘কার কাছে কই মনের কথা’।