অবশেষে মিল হল শাশুড়ি-বউয়ের! ‘কার কাছে কই মনের কথায়’ ফুটলো একরত্তি খুশির পর্ব…

'কার কাছে কই মনের কথা" ধারাবাহিকে মিল হল শিমুল ও তাঁর শাশুড়ির।

পূর্বাশা, হুগলি: বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির বঞ্চনা সহ্য করেছে ‘কার কাছে কই মনের কথার’ শিমুল। ভালোবেসে কাছে টানার বদলে ক্রমাগত ভুল ত্রুটি বিচার হয়েছে তাঁর। অথচ সংসারে থাকার লড়াই ছেড়ে দূরে সরেনি শিমুল অবশেষে একধাপ জয় হল তাঁর। শাশুড়িকে ভালোবেসে ‘তুমি’ ডাকলো শিমুল। আর সেই ডাকের সূত্র ধরেই মিল হল শাশুড়ি-বৌমার।

Zee Bangla,Bengali Serial,Serial update,Kar kache koi moner kotha

নানান সময়ে শিমুল বুঝতে পেরেছে শাশুড়ির অতীতের সঙ্গে তাঁর বর্তমানের বেশ মিল। সে সব কথা তাঁর শাশুড়ির মুখ থেকেই শোনা। শিমুল বুঝতে পারে তাঁর শাশুড়ির বাইরেটা কঠিন আবরণে তৈরি। কিন্তু ভিতরে এখনও রয়ে গিয়েছে টলটলে নদীর মতো একরত্তি ছেলেবেলা। সম্প্রতি ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে দেখা যায়, পাড়ার মেয়ে বউরা ছাদে ঘুড়ি খেলায় একজোট হয়েছে। আর সেখানেই অন্যের ঘুড়ি কেটে বাজিমাত করে শিমুলের শাশুড়ি।

Zee Bangla,Bengali Serial,Serial update,Kar kache koi moner kotha

‘ভো কাট্টা’ ধ্বনির সঙ্গে খুশিতে শিমুল জড়িয়ে ধরে তাঁর শাশুড়িকে। সঙ্গে সঙ্গে ডেকে ওঠে ‘তুমি’ বলে।
পরে ক্ষমা চাইতে গেলে তাঁর শাশুড়ি বলে, “এবার থেকে যেন তুমি বলেই ডাকা হয়”। এ কথা শুনেই সবার মুখে খেলে যায় এক ঝলক খুশি। তবে কী শিমুলের জীবন এবার কাটলো অশান্তির মেঘ? উত্তর মিলবে ‘কার কাছে কই মনের কথায়’।




Leave a Reply

Back to top button