‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে বদলে গেল সমীকরণ! শিমুলের পাশে দাঁড়াল তাঁর শাশুড়ি!

সম্পর্কের সমীকরণ বদলালো 'কার কাছে কই মনের কথা'।

পূর্বাশা, হুগলি: জি বাংলার পর্দায় চলা বর্তমানের বহুল পরিচিত ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। ধারাবাহিকের গল্পে দেখা যায়, কেন্দ্রীয় চরিত্র শিমুলকে বারংবার অপদস্থ হতে হয় তাঁর শ্বশুর বাড়ির কাছে। শিমুলের স্বামী পরাগের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো নয়। ভালোবাসার ছিটেফোঁটাও লাগেনি বিয়ের পরে। এরইমধ্যে শিমুলকে খোঁটা দেওয়া হয় তাঁর অতীতের সম্পর্ক নিয়ে। নিজের বক্তব্য স্পষ্টভাবে জানায় শিমুল। শিমুলের মধ্যে দিয়ে নিজের অতীতকে খুঁজে নেন তাঁর শাশুড়ি।

Zee Bangla,Bengali Serial,Serial Update,Kar kache koi moner kotha,Shimul

ধারাবাহিকে দেখা যায় শিমুলের শাশুড়ি যথেষ্ট দৃঢ় প্রকৃতির মানুষ। ভাঙলেও গুঁড়িয়ে যান না তিনি। কিন্তু শিমুলের দাম্পত্য জীবনের কথা শুনে এক সময় তাঁর চোখে দেখা দিল জল। নিজের অতীতে ফিরে গিয়ে তিনি টেনে আনেন স্মৃতির পান্ডুলিপি। শিমুলের মতোই ভুক্তভোগী তিনি। একই অত্যাচার সহ্য করতে হয়েছে তাঁকেও। কথায় কথায় এক সময় বলে ওঠে শিমুলের শাশুড়ি।

Zee Bangla,Bengali Serial,Serial Update,Kar kache koi moner kotha,Shimul

এর আগেও কয়েকটি জায়গায় তাঁকে পুরনো কথা গুলো বলতে শোনা যায়। কিন্তু তারপরেই ফের স্বমূর্তি ধারণ করেন তিনি। এবার চিঁড়ে গলতেই দর্শকদের মত, তাহলে কি এবার বদলাবে শিমুল ও তাঁর শাশুড়ির সম্পর্কের সমীকরণ? অন্যায়ের বিরুদ্ধে লড়তে তিনি কি শক্তি জোগাবেন তাঁর পুত্রবধূ শিমুলকে? সমস্ত প্রশ্নের উত্তর দেবে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিক।




Leave a Reply

Back to top button