মহালয়ার ভোরে জি বাংলার ‘নবপত্রিকায় দেবীবরণ’! শ্যুটিং ফ্লোরের ভিডিয়ো শেয়ার করলেন অভিনেত্রীরা
মহালয়ার শ্যুটিংয়ের ভিডিয়ো শেয়ার করে বিশেষ বার্তা দিলেন জি বাংলার অভিনেত্রীরা।

পূর্বাশা, হুগলি: শুরু হয়েছে পুজোর কাউন্ট ডাউন। আর সপ্তাহ খানেক পরেই ঢাকে পড়বে কাঠি। আগামী ১৪ তারিখ মহালয়া। আর মহালয়া মানেই পুজোর প্রারম্ভ। রেডিওর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার পাশাপাশি এখন টিভি পর্দাতেও দর্শন মেলে মহালয়া অনুষ্ঠানের। জি বাংলার এবারের মহালয়া অনুষ্ঠানের নাম ‘নবপত্রিকায় দেবীবরণ’।
১৪ তারিখ মহালয়ার ভোরে ৫টার সময় জি বাংলার
পর্দায় দেখা যাবে এই অনুষ্ঠান। মহালয়ার অনুষ্ঠানে
বিভিন্ন দেবী রূপে অভিনয় করবেন জি বাংলার নায়িকারা। দেবী দূর্গার ভূমিকায় দেখা যাবে জগদ্ধাত্রী ধারাবাহিকের,অভিনেত্রী অঙ্কিতা মল্লিক কে। এছাড়া অন্যান্য ভূমিকায় থাকছেন দিতিপ্রিয়া রায়, শ্রুতি দাস, মেঘা, থেকে ‘ফুলকি’ ‘গৌরি’-সহ অন্যান্যরা। দেবীর নয় রূপের গাথা এই মহালয়া প্রোগ্রামে শিশুশিল্পী হিসেবে অভিনয় করবেন ঋষিতা নন্দী।
ইতোমধ্যে অনুষ্ঠানের শ্যুটিং চলাকালীন একটি ভিডিয়ো শেয়ার করেছে জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ। যেখানে কিছু ঝলকের মাধ্যমে দেখানো হচ্ছে কিভাবে চলছে মহালয়ার শ্যুটিং। অভিনেত্রীদের বিশেষ বার্তা দিতেও দেখা যায়। সর্বোপরি ভোর পাঁচটায় ‘নবপত্রিকায় দেবীবরণ’ নিয়ে আশাবাদী চ্যানেল কর্তৃপক্ষ।